Read In
Whatsapp
Car News

নতুন কিলার অবতারে আসছে রতন টাটার প্রিয় গাড়ি Tata Nano, থাকবে স্মার্ট ফিচার্স ও দমদার ইঞ্জিন

সামনে এসেছে টাটা ন্যানোর নতুন ডিজাইন। নতুন ডিজাইনের সাথে ন্যানো গাড়িটির সবাইকেই বেশ চমকে দিয়েছে। বহু মানুষই গাড়িটির ডিজাইনের বেশ প্রশংসা করেছেন। উল্লেখ্য ভারতের তো বটেই সাথে টাটা ন্যানো ছিল পৃথিবীর সবচেয়ে সস্তা গাড়ি। যদিও এটা গাড়ির সবচেয়ে বড় USP হলেও ওই একই কারণে গাড়িটি বেশ ফ্লপ হয় মার্কেটে।

টাটা ন্যানো গাড়িটি প্রথম দিকে বিক্রির রেকর্ড বানালেও পরবর্তী সময়ে ধীরে ধীরে বিক্রি কমতে থাকে। আবার ন্যানোর সুরক্ষা ব্যবস্থা খারাপ থাকায় সেই কারণেও টাটাকে এই গাড়ির ওপর রাশ টানতে হয়। কিন্তু টাটারা ন্যানোকে ফিরিয়ে আনার কথা না বললেও গাড়িটি নিয়ে বাজারে বেশ হাইপ ওঠেছে। গাড়িটি বাজারে এলে এটাই সবচেয়ে কমদামের 5 সিটার গাড়ি হতে চলেছে।

নতুন টাটা ন্যানো বাজারে এলে তা এমজি কমেটের সাথে বড় টক্করে নামবে। কারণ নতুন ন্যানো গাড়িটি বৈদ্যুতিক ভার্সনেই আসতে চলেছে বাজারে। আর জানা যাচ্ছে যে, গাড়িটির রেঞ্জ থাকবে 150 থেকে 200 কিমির মধ্যে। শক্তিশালী লুকের সাথে আকর্ষণীয় পারফরম্যান্স নিয়ে আসবে নতুন ন্যানো।

source : rushlane

টাটা ন্যানো গাড়িতে থাকবে 7-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, বৈদ্যুতিক গাড়ির এয়ারব্যাগ, ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, ব্লুটুথ, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে এবং রিমোট লকিং সিস্টেম। আর এত সমস্ত ফিচারস মিলবে মাত্র 5 লাখের মধ্যেই। অর্থাৎ ওই দামের মধ্যেই গাড়িটি নিয়ে আসবে টাটা মোটরস। যদিও এসবই ধারণা, এক্ষণই কোনো বয়ান আসেনি টাটা মোটরসের তরফে।

Back to top button