TRENDS
Advertisement

সর্বসাধারণের জন্য বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসছে টাটা মোটরস, ফিচারস এবং দাম দেখলে ছোঁবেন না মারুতি সুজুকি

2024 সালে Tata motors তাদের একগুচ্ছ নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে। সাম্প্রতিক সময়ে ফেসলিফ্টেড Nexon এবং Nexon EV সহ ভারী আপডেটের সাথে এসেছে ফেসলিফ্টেড Harrier এবং Safari। কয়েক মাস আগে…

Published By: Ritwik | Published On:

2024 সালে Tata motors তাদের একগুচ্ছ নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে। সাম্প্রতিক সময়ে ফেসলিফ্টেড Nexon এবং Nexon EV সহ ভারী আপডেটের সাথে এসেছে ফেসলিফ্টেড Harrier এবং Safari। কয়েক মাস আগে আবার Tata Altroz এবং Punch-এর CNG ভেরিয়েন্টও চালু করেছে কোম্পানি। এবার খুব জলদি নতুন ডিজাইনের আরও একটি বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে Tata motors। সর্বসাধারণের জন্য বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসছে টাটা মোটরস, ফিচারস এবং দাম দেখলে ছোঁবেন না মারুতি সুজুকি

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আগামী সময়ে Tata motors নতুন Curvv EV এবং ICE, Punch EV এবং Harrier EV লঞ্চ করতে চলেছে। Curvv গাড়িটি EV এর সাথেসাথে জ্বালানি ইঞ্জিনেও আসতে চলেছে। Hyundai Creta, Kia Seltos, Maruti Suzuki Grand Vitara, Toyota Urban Cruiser Hyryder, MG Astor, VW Taigun ইত্যাদিকে জোর টক্কর দেবে টাটাদের নতুন Curvv।

সর্বসাধারণের জন্য বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসছে টাটা মোটরস, ফিচারস এবং দাম দেখলে ছোঁবেন না মারুতি সুজুকি

Tata Curvv প্রায় 4.3 মিটার লম্বা একটি গাড়ি। 2022 সালে উন্মোচিত হয় Tata Curvv concept। সেখান থেকে ধারণা নিয়ে চলতি বছরের শুরুর দিকে 2023 অটো এক্সপোতে একটি ক্লোজ-টু-প্রোটোটাইপ শো করে টাটা মোটরস। Curvv গাড়িটি জ্বালানি ইঞ্জিনের সাথে সাথে বৈদ্যুতিক ভার্সনেও লঞ্চ হতে চলেছে। 2024 সালের দ্বিতীয়ার্ধে গাড়িটি বাজারে আনতে পারে টাটা মোটরস।

Curvv EV এর সাথে লঞ্চ হবে নতুন Harrier EV। সিঙ্গল চার্জে 500 কিলোমিটারের বেশি ড্রাইভিং রেঞ্জ দিতে সক্ষম থাকবে দুটি গাড়িই। উল্লেখ্য যে, অটো এক্সপোতে টাটা একটি নতুন টার্বো গ্যাসোলিন ইঞ্জিনও প্রদর্শন করেছে যা অদূর ভবিষ্যতে হ্যারিয়ার এবং সাফারিতে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। Curvv SUV টির দাম শুরু হতে পারে 10.50 লক্ষ টাকা থেকে।

সর্বসাধারণের জন্য বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসছে টাটা মোটরস, ফিচারস এবং দাম দেখলে ছোঁবেন না মারুতি সুজুকি

Tata Curvv গাড়িতে 1.5L চার-সিলিন্ডার টার্বো GDI পেট্রোল ইঞ্জিন থাকবে যা 170 PS শক্তি এবং 280 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। গাড়িটি ম্যানুয়াল এবং অটোম্যাটিক, উভয় ট্রান্সমিশনের সাথে যুক্ত থাকবে। এছাড়া আসন্ন সময়ে Maruti Suzuki Grand Vitara এবং Toyota Hyryder-এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য CNG ভার্সনেও লঞ্চ হতে পারে নতুন Tata Curvv।

About Author