TRENDS
Advertisement

বুকিং শুরু হয়ে গেল Safari এবং Harrier এর, গাড়ি পেতে হলে বুকিং করতে হবে চটজলদি

শুরু হয়ে গেল টাটা সাফারি এবং হ্যারিয়ারের ফেসলিফট ভার্সনের বুকিং, দাম দেখে নিন

Published By: Ritwik | Published On:

টাটা মোটরস তাদের দুটি শক্তিশালী SUV Harrier এবং Safari বাজারে লঞ্চ করেছে। Harrier আবার তৈরীই হয়েছে Land Rover প্ল্যাটফর্মের ওপর। বাজারে গাড়ি দুটির বিরাট চাহিদা। আর তাই দেখে mid life upgrade করছে টাটা মোটরস। তারা Harrier এবং Safari এর Facelift ভার্সন নিয়ে আসছে। বুকিং শুরু হয়ে গেল Safari এবং Harrier এর, গাড়ি পেতে হলে বুকিং করতে হবে চটজলদি

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

খবর চলছিল বহুদিন ধরেই কিন্তু টাটা মোটরস এই নিয়ে কিছুই জানায়নি। তবে 6 তারিখ থেকে বুকিং শুরু হওয়ার পর গাড়ি প্রেমীদের মধ্যে স্বস্তি এসেছে। শুক্রবার 6 অক্টোবর থেকে নিকটবর্তী ডিলারশিপ থেকে গাড়ি দুটির বুকিং করতে পারবেন আপনি।

ড্যাশিং লুকের সাথে বাজারে এসেছে নতুন Harrier এবং Safari। লেটেস্ট ছবি থেকে বোঝা যাচ্ছে যে, টাটা মোটরস তাদের গাড়ির বাম্পার এবং গ্রিলে কিছু বড় পরিবর্তন করেছে। দুটি গাড়িই আবার চেহারার দিক থেকে বেশ আকর্ষণীয়। টাটা মোটরসের দুই গাড়িতেই নতুন এবং অপেক্ষাকৃত শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বুকিং শুরু হয়ে গেল Safari এবং Harrier এর, গাড়ি পেতে হলে বুকিং করতে হবে চটজলদি

টাটা সাফারিতে 2-লিটার ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটি মোট 170 PS শক্তি এবং 350 Nm পিক টর্ক জেনারেট করতে পারে। 6-স্পীড ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সাথে আসা এই গাড়িটির মাইলেজ 14.08 kmpl। উল্লেখ্য XE, XM, XMS, XT+, XZ এবং XZ+ এই ছয়টি ভার্সন ভিন্ন পাঁচটি রঙের বিকল্পের সাথে উপলব্ধ।
বুকিং শুরু হয়ে গেল Safari এবং Harrier এর, গাড়ি পেতে হলে বুকিং করতে হবে চটজলদি

সাফারি গাড়িটির দাম থাকবে 15.85 লক্ষ টাকা থেকে 25.21 লক্ষ টাকা। অন্যদিকে Harrier এর দাম পড়বে 15.20 লক্ষ টাকা থেকে 24.27 লক্ষ টাকা ( এক্স শোরুম দাম)। সাফারিতে ছয় আসন এবং সাত আসন, এই দুই বিকল্প থাকবে। অন্যদিকে Harrier কেবল পাঁচ আসনের অপশনেই উপলব্ধ।

About Author