Read In
Whatsapp
Car News

মাত্র 1.25 লাখ দিয়ে নিয়ে যান Toyota-র Mini Fortuner, 26 Km মাইলেজের সঙ্গে পাবেন দমদার পারফর্ম্যান্স

ভারতের বাজার নিয়ে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে Toyota। বহুবছর ধরে তারা এই বাজারে উপস্থিত রয়েছে এবং ধীরে ধীরে নিজেদের পসার বাড়িয়েছে। কিন্তু ভারতে বিরাট বড় বাজার গড়ে তুলতে ব্যর্থ হয়েছে তারা। কিন্তু এবার ধীরে ধীরে বাজার দখলের জন্য বড় পদক্ষেপ নিয়েছে। কয়েকদিন আগেই Maruti Suzuki Ertiga এর Re-branded Toyota Rumion বাজারে এনেছে সংস্থাটি। এবার Toyota তাদের Mini Fortuner, Urban Cruiser Hyrider লঞ্চ করে বেশ চমকে দিয়েছে।

শক্তিশালী লুক এবং ফিচারস প্যাকড Hyrider এর টার্গেট মার্কেট Hyundai Creta এবং KIA Seltos এর মতো গাড়ির বাজার। Toyota Urban Cruiser Hyrider প্রায় 4.3 মিটার লম্বা হবে বলে আশা করা হচ্ছে। যদিও হুইলবেস সামান্য বড় হবে। টয়োটা আরবান ক্রুজার হাইরাইডারে দেখা যাবে নতুন লাক্সারি লুক।

ইঞ্জিন এবং মাইলেজ: 5 লিটার পেট্রোল ইঞ্জিন সহ হালকা হাইব্রিড এবং শক্তিশালী হাইব্রিড পাওয়ারট্রেন দিয়েছে। হাইব্রিড সংস্করণ 16PS এর শক্তি উৎপন্ন করে। শক্তিশালী হাইব্রিড সিম সহ E-CVT গিয়ারবক্স পাওয়া যাচ্ছে৷ গাড়ির হাইব্রিড পাওয়ারট্রেন 102 পিএস শক্তি এবং 220 Nm টর্কের উৎপন্ন করে৷ এটিতে একটি 5-স্পীড ম্যানুয়াল এবং 6-স্পীড স্বয়ংক্রিয় গিয়ারবক্স রয়েছে। CNG সংস্করণগুলিতে হালকা ওজনের হাইব্রিড ইঞ্জিন রয়েছে। CNG ভার্সনের ক্ষেত্রে গাড়িটির এর মাইলেজ 26.6 কিলোমিটার।

ফিচারসের কথা বললে, এই SUV-তে পাবেন ডুয়াল-টোন ইন্টেরিয়র Leather Wrapped ড্যাশবোর্ড, অটোম্যাটিক AC, টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 360-ডিগ্রি ক্যামেরা, প্যানোরামিক সানরুফ, ওয়্যারলেস চার্জার, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, হেড-আপ ডিসপ্লে, প্যানোরামিক সানরুফ, ওয়্যারলেস চার্জার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লের মতো ফিচারস।

ফাইন্যান্স প্ল্যান: গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে 10.86 লক্ষ টাকা থেকে 19.99 লক্ষ টাকা। অন রোড দাম পড়বে 12.12 লক্ষ টাকা থেকে 22.10 লক্ষ টাকা। এবার আপনি যদি Base Model টি কিনতে চান তাহলে ন্যূনতম 1.25 লক্ষ টাকা ডাউনপেমেন্ট করতে হবে। বাকি টাকা আপনি ঋণ নিতে পারেন। সেক্ষেত্রে 5 বছরের জন্য এই ঋণ নিলে বার্ষিক 10% সুদ সহ প্রতি মাসে খরচ পড়বে 23,074 টাকা।

Back to top button