TRENDS
Advertisement

সানরুফ সহ জম্পেশ ফিচার্সযুক্ত গাড়িগুলি পাওয়া যাচ্ছে মাত্র 10 লাখের বাজেটে, দেখে নিন কোন গাড়িটি কিনবেন

দামী গাড়ির দরকার নেই, 10 লাখের এই গাড়িগুলোতেই থাকছে দূর্দান্ত সমস্ত ফিচারস

Published By: Ritwik | Published On:

সানরুফ বর্তমানে এক অত্যাবশ্যক ফিচার হয়ে দাঁড়িয়েছে। একটা সময় এই ফিচার কেবল দামী গাড়িতেই মিলত, কিন্তু বর্তমানে বাজেট সেগমেন্টেও পাওয়া যায়। কিন্তু সেগুলোর কার্যকারিতা নেই সেরকম। তাই আজ আমরা জানাবো কয়েকটি SUV এর ব্যাপারে যেগুলো সস্তা হওয়ার সাথে সাথেই প্যানারোমিক সানরুফও দেখা যায় সেখানে। সাশ্রয়ী মূল্যের এই সেরা সেডান/SUV গুলো দেখে নিন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Hyundai i20 N Line সানরুফ সহ জম্পেশ ফিচার্সযুক্ত গাড়িগুলি পাওয়া যাচ্ছে মাত্র 10 লাখের বাজেটে, দেখে নিন কোন গাড়িটি কিনবেন
গত 22 সেপ্টেম্বর 9.99 লক্ষ টাকা থেকে 12.47 লক্ষ টাকার এক্স-শোরুম দামের সাথে লঞ্চ হয়েছে Hyundai i20 N Line এর N6 এবং N8 দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 1.0 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন সহ 67.72 থেকে 81.8 Bhp শক্তি দেয়। গাড়িটির SX 1.2 MT, SX 1.2 MT ডুয়াল টোন, SX (O) 1.2 MT ভেরিয়েন্টে সানরুফ পাওয়া যায়।

Hyundai Exter সানরুফ সহ জম্পেশ ফিচার্সযুক্ত গাড়িগুলি পাওয়া যাচ্ছে মাত্র 10 লাখের বাজেটে, দেখে নিন কোন গাড়িটি কিনবেন
Exter গাড়িটি 6 লক্ষ টাকা এক্স-শোরুম দামের সাথে আসে। 1197 cc এর শক্তিশালী ইঞ্জিন মোট 67.72 থেকে 81.8 Bhp শক্তি উৎপন্ন করে।Exter এর Accomplished MTS, Accomplished Diesel MTS, Accomplished AMTS, Accomplished Diesel S CNG and Creative Dual Tone MTS ভেরিয়েন্টে সানরুফ রয়েছে।

Mahindra XUV300 সানরুফ সহ জম্পেশ ফিচার্সযুক্ত গাড়িগুলি পাওয়া যাচ্ছে মাত্র 10 লাখের বাজেটে, দেখে নিন কোন গাড়িটি কিনবেন
Mahindra XUV300 এর W4 1.2 পেট্রল, W6 1.2 পেট্রল, W4 1.5 ডিজেল, W6 1.2 পেট্রোল AMT ভেরিয়েন্টে সানরুফ পাওয়া যায়৷ Mahindra XUV300 ds W4 1.2 পেট্রোল 8.67 লক্ষ টাকার এক্স-শোরুম দামে পাওয়া যাচ্ছে। গাড়িটি তিনটি ইঞ্জিন বিকল্পের সাথে আসে। ডিজেল,পেট্রোল এবং CNG সমস্ত বিকল্পের সাথেই গাড়িটি পাওয়া যায়।

Tata Altroz

tata altroz
tata altroz

Tata এর এই হ্যাচব্যাক গাড়ির XM (S) পেট্রোল, XM Plus (S), XM Plus (S) এবং iCNG-তে সানরুফ পাওয়া যাচ্ছে। Tata Altroz ​​XM (S) পেট্রোল 7.35 লক্ষ টাকা এক্স-শোরুমে পাওয়া যাচ্ছে। এছাড়াও Tata Nexon XM (S), Hyundai i20 Asta, Kia Sonet HTX+ এর মতো গাড়িতেও সানরুফ রয়েছে।

About Author