TRENDS
Advertisement

2024 এ একগুচ্ছ গাড়ি আনছে Skoda এবং Volkswagen, দেখে নিন সেরা পাঁচটি আসন গাড়ি

2024 সালে গাড়ির বাজার আরো জাঁকজমকপূর্ন হতে চলেছে। ভারতের অটোমেকার ছাড়াও বেশ কিছু বিদেশী কোম্পানিও বাজারে নতুন পণ্য নিয়ে আস5e চলেছে। আর এক্ষেত্রে মুখ্য Skoda এবং Volkswagen। EV থেকে প্রিমিয়াম…

Published By: Ritwik | Published On:

2024 সালে গাড়ির বাজার আরো জাঁকজমকপূর্ন হতে চলেছে। ভারতের অটোমেকার ছাড়াও বেশ কিছু বিদেশী কোম্পানিও বাজারে নতুন পণ্য নিয়ে আস5e চলেছে। আর এক্ষেত্রে মুখ্য Skoda এবং Volkswagen। EV থেকে প্রিমিয়াম SUV, সবই আসছে শীঘ্রই। তাহলে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ন আসন্ন গাড়ির তালিকা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1) Skoda Superb2024 এ একগুচ্ছ গাড়ি আনছে Skoda এবং Volkswagen, দেখে নিন সেরা পাঁচটি আসন গাড়ি
সম্ভাব্য দাম: 50 লক্ষ টাকা
লঞ্চের সময়: আগামী 2024 এর শুরুর দিকে

সীমিত সংখ্যক হলেও, ভারতে বর্তমান-জেনার সুপার্ব পুনরায় নিয়ে আসতে প্রস্তুত Skoda। সেডানটিতে আপডেটেড 2.0-লিটার TSI টার্বো-পেট্রোল ইঞ্জিন রয়েছে যা 190 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম। BS6 নির্গমন নিয়ম মেনে চলবে Skoda এর নতুন গাড়ি। নতুন মডেলটি পারফরম্যান্স এবং বিলাসিতার আদর্শ মিশ্রণ হতে চলেছে।

2. Skoda Enyaq iV  2024 এ একগুচ্ছ গাড়ি আনছে Skoda এবং Volkswagen, দেখে নিন সেরা পাঁচটি আসন গাড়ি
সম্ভাব্য দাম: 55 লক্ষ টাকা
লঞ্চের সময়: 2024-এর মাঝামাঝি

Skoda নিজেদের প্রথম All Electric EV নিয়ে আসতে চলেছে। Enyaq iV গাড়িটি অবশ্য এখানে তৈরি হবেনা বরঞ্চ সেটি বিদেশ থেকে নিয়ে আসা হবে। 77 kWh ব্যাটারি সহ দুটি বৈদ্যুতিক মোটরের সাথে আসছে Enyaq iV। গাড়িটির অল-হুইল-ড্রাইভ ক্ষমতা 265 bhp পিক পাওয়ার এবং 500 কিলোমিটারের বেশি মাইলেজ দিতে সক্ষম। বিলাসবহুল ইভি স্পেসে বড় প্রতিযোগী হয়ে উঠবে এটি।

3. New Skoda Kodiaq 2024 এ একগুচ্ছ গাড়ি আনছে Skoda এবং Volkswagen, দেখে নিন সেরা পাঁচটি আসন গাড়ি
সম্ভাব্য দাম: 50 লক্ষ টাকা
লঞ্চের সময়: 2024 সালের শেষের দিকে

দ্বিতীয় প্রজন্মের কোডিয়াক, ‘মডার্ন সলিড’ স্টাইলিং উপাদান সহ, তৃতীয় সারির আসন এবং বুটে আরও রুক্ষ চেহারা এবং বর্ধিত স্থান নিয়ে আসছে। প্লাগ-ইন হাইব্রিড এবং হালকা-হাইব্রিড বিকল্পগুলির সাথে পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের অপশন মিলবে কোডিয়াকে। গাড়িটি একটি প্রিমিয়াম ইন্টারনাল ফিচারসের সাথে আসবে।

4. Volkswagen ID.4 GTX  2024 এ একগুচ্ছ গাড়ি আনছে Skoda এবং Volkswagen, দেখে নিন সেরা পাঁচটি আসন গাড়ি
সম্ভাব্য দাম: 55 লক্ষ টাকা
লঞ্চের সময়: 2024 সালের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত

ভারতীয় বাজারের জন্য ভক্সওয়াগেনের প্রথম অল-ইলেকট্রিক মডেল হতে চলেছে ID.4 GTX। MEB বৈদ্যুতিক প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে একটি উচ্চ-কর্মক্ষমতা সম্পন্ন SUV এটি। গাড়িটির ইঞ্জিন মোট 299 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম এবং সাথে 480 km এর ড্রাইভিং রেঞ্জ রয়েছে সেখানে।

5. Volkswagen Taigun Facelift 2024 এ একগুচ্ছ গাড়ি আনছে Skoda এবং Volkswagen, দেখে নিন সেরা পাঁচটি আসন গাড়ি
সম্ভাব্য দাম: 11.5 লক্ষ টাকা
লঞ্চের সময়: 2024-এর মাঝামাঝি

জনপ্রিয় Taigun গাড়িটি আগামী 2024 সালের মাঝামাঝি সময়ে ফেসলিফ্ট ভার্সনে আসছে। প্রত্যাশিত পরিবর্তনগুলির মধ্যে সেখানে বেশ নতুন ধরণের নকশা এবং নিরাপত্তা আপডেট অন্তর্ভুক্ত থাকবে। ফেসলিফটেড তাইগুন গাড়িতে 1.0L টার্বো-পেট্রোল এবং 1.5L টার্বো-পেট্রোল ইঞ্জিন বিকল্পের সাথে বাজারে আসছে।

About Author