TRENDS
Advertisement

টাটা পাঞ্চকে টেক্কা দিতে বাজারে নতুন Exter এনেছে Hyundai, দেখুন কীভাবে মাত্র 1 লাখে গাড়িটি কিনতে পারেন

1 লাখ দিয়েই বাড়িতে আনতে পারেন Hyundai এর নতুন Exter, কীভাবে? দেখে নিন বিস্তারিত

Published By: Ritwik | Published On:

সম্প্রতি Hyundai তাদের বহু প্রতীক্ষিত Exter micro-SUV লঞ্চ করেছে ভারতের বাজারে। মাত্র 6.00 লক্ষ টাকার Ex-Showroom দামেই বাজারে এসেছে গাড়িটি। ইতিমধ্যেই বুকিংয়ের সংখ্যা পেরিয়েছে 50 হাজারেরও বেশি। Exter এর দাম 6 থেকে 10 লাখের মধ্যে হলেও মাত্র 1 লাখ টাকা দিয়েই বাড়ি নিয়ে যেতে পারেন নতুন গাড়িটিকে। দেখে নিন কীভাবে কিনবেন এত সস্তায়।টাটা পাঞ্চকে টেক্কা দিতে বাজারে নতুন Exter এনেছে Hyundai, দেখুন কীভাবে মাত্র 1 লাখে গাড়িটি কিনতে পারেন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন
তবে প্রথমে গাড়িটির সম্পর্কে জেনে নিন

কোন কোন ভেরিয়েন্ট লঞ্চ করেছে কোম্পানি?
ভারতের বাজারে Exter মোট 5টি ভার্সনে লঞ্চ হয়েছে, এগুলো হলো EX, S, SX SX(O), এবং SX(O) Connect৷ EX ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 6 লক্ষ টাকা থেকে এবং সবচেয়ে দামী SX(O) Connect। সেটির দাম 9.32 লক্ষ টাকা। পেট্রোলের সাথে সাথে CNG ভেরিয়েন্টেও গাড়ি এনেছে Hyundai। CNG ভেরিয়েন্টগুলির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 7.97 লক্ষ টাকা থেকে 8.24লক্ষ টাকা পর্যন্ত।

টাটা পাঞ্চকে টেক্কা দিতে বাজারে নতুন Exter এনেছে Hyundai, দেখুন কীভাবে মাত্র 1 লাখে গাড়িটি কিনতে পারেন

ইঞ্জিন ক্ষমতা
Hyundai Exter SUV আপাতত দুইটি ইঞ্জিন বিকল্পের সাথে আসে। গাড়িতে রয়েছে একটি 1.2-লিটারর পেট্রোল ইঞ্জিন যা 81.8bhp ক্ষমতা এবং 113.8Nm টর্ক উৎপন্ন করে। মোট 5-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে বা 5-স্পীড AMT ইউনিটের সাথে আসে এই SUV। CNG ভ্যারিয়েন্টের সাথে গাড়িটি 67.7bhp ক্ষমতা এবং 95.2Nm পিক টর্ক উৎপন্ন করে।টাটা পাঞ্চকে টেক্কা দিতে বাজারে নতুন Exter এনেছে Hyundai, দেখুন কীভাবে মাত্র 1 লাখে গাড়িটি কিনতে পারেন

মাইলেজ
পেট্রোল ভেরিয়েন্টের ক্ষেত্রে গাড়িটি 19.4km/l জ্বালানি ক্ষমতা রয়েছে। CNG ভার্সনে মাইলেজ পাওয়া যাবে 27.1 km/kg।

অতিরিক্ত ফিচারস
নতুন Hyundai Exter নয়া Boxy Style এর সাথে লঞ্চ হয়েছে। নতুন SUV তে রয়েছে স্বতন্ত্র ডিজাইন সহ স্প্লিট হেডল্যাম্প ডিজাইন এবং H আকৃতির LED DRLs। অন্যান্য Hyundai মডেলে থেকে নানান উন্নত বৈশিষ্ট্য ধার করেছে এই গাড়ি। 4.2-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ ড্যাশক্যাম, শার্কফিন অ্যান্টেনা, ফুটওয়েল লাইটিং, প্যাডেল শিফটার, ওয়্যারলেস চার্জিং প্যাড, অনবোর্ড নেভিগেশন এবং ইলেক্ট্রিক সানরুফ দেখতে পেয়ে যাবেন আপনি। সুরক্ষার জন্য থাকছে মোট 6টি এয়ারব্যাগ।টাটা পাঞ্চকে টেক্কা দিতে বাজারে নতুন Exter এনেছে Hyundai, দেখুন কীভাবে মাত্র 1 লাখে গাড়িটি কিনতে পারেন

কীভাবে গাড়িটি 1 লক্ষ টাকাতে কিনবেন দেখুন

Exter এর সবথেকে কমদামী ভেরিয়েন্ট, EX-এর এক্স-শোরুম দাম রয়েছে 6 লক্ষ টাকা। অন রোড দাম রয়েছে 6.67 লক্ষ টাকা (দিল্লি)। আপনি যদি এই গাড়িটি কেনেন তাহলে 1 লক্ষ টাকার ডাউনপেমেন্ট করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে 5.67 লক্ষ টাকার ঋণ নিতে হবে। এবার 5 বছরের মেয়াদে এবং বার্ষিক 9% সুদের হারে ঋণ নিলে প্রতি মাসে আপনাকে EMI বাবদ 11,916 টাকা দিতে হবে। ব্যাস, তাহলেই গাড়িটি আপনার!

About Author