Read In
Whatsapp
Car News

Punch-কে টক্কর দিতে মারুতি সুজুকি নিয়ে আসছে ধামাকাদার গাড়ি, শক্তিশালী ইঞ্জিন সহ মিলবে খাসা ফিচার্স

Punch-কে জবরদস্ত টক্কর দিতে মারুতি নিয়ে আসছে নতুন গাড়ি। 35kmpl মাইলেজ সহ শক্তিশালী ইঞ্জিন সহ গাড়িতে রয়েছে একাধিক নজরকাড়া বৈশিষ্ট্য। সংস্থাটি গত বছরই Alto, WagonR এবং Celerio-র এক নতুন সংস্করণ লঞ্চ করেছে। আর এবার শোনা যাচ্ছে , মারুতি সুজুকি জোরকদমে তাদের পোর্টফোলিও আপগ্রেড করতে শুরু করেছে।

খুব শীঘ্রই সংস্থাটির জনপ্রিয় মডেল সুইফটের একটি নতুন সংস্করণ লঞ্চ করার পরিকল্পনা করেছে মারুতি সুজুকি। এই গাড়িতে নতুন ইঞ্জিনের পাশাপাশি 35 কিলোমিটারের বেশি মাইলেজ পাওয়া যাবে। সূত্রের খবর, খুব শীঘ্রই বাজারে হিট করবে গাড়িটি। আসলে কোম্পানিটি তার গ্রাহকদের খুব বেশিদিন অপেক্ষা করাতে চায়না।

পাশাপাশি গাড়িটির লুকসের উপরেও নানাবিধ পরীক্ষা নিরিক্ষা করছে মারুতি সুজুকি। সাথে গাড়িটিকে একটা স্পোর্টি এবং আকর্ষণীয় লুক দিতে চায় সংস্থা। গাড়িটির অন্যান্য ফিচার্সের কথা বললে এতে উপলব্ধ রয়েছে নতুন ডিজাইন করা গ্রিল, নতুন এলইডি এবং সামনের দিকে মসৃণ হেডল্যাম্প। এবং এতে রয়েছে আপডেটেড ফ্রন্ট বাম্পার, ব্ল্যাক-আউট পিলার এবং ছাদে রয়েছে প্যানারোমিক রুফ টপ‌।

গাড়িটির ইঞ্জিনের কথা বললে এতে যথেষ্ট শক্তিশালী ইঞ্জিন দিচ্ছে সংস্থা। কোম্পানি তাদের নতুন সুইফটে 1.2-লিটার, 3-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন দেওয়ার কথা ভাবছে। এতে গাড়িটি 35 থেকে 40 kmpl মাইলেজ দিতে সক্ষম। অর্থাৎ মধ্যবিত্তের কাছে সবদিক দিয়েই সাশ্রয়ী হতে চলেছে এই গাড়ি। এখন যদি মারুতি সুজুকি সুইফটের দামের কথা বলি, তবে এর দাম সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, গাড়িটির বাজারদর হতে পারে ৭ থেকে ৯ লক্ষ টাকা।

Back to top button