Honda Motors নিজেদের নতুন লাইনআপ নিয়ে হাজির। বহুদিন পর SUV বাজারে কামব্যাক করেছে তারা। Elevate SUV এরপর এবার খবর আসছে বৈদ্যুতিক গাড়ির বিষয়ে। হোন্ডা মোটরসের অত্যাধুনিক BEV প্ল্যাটফর্মের ওপর তৈরি করা হয়েছে গাড়িটিকে। ইউরোপিয়ান বাজারের দিকে নজর করেই তৈরি করা হচ্ছে নতুন গাড়িটিকে।
EV এর বাজারে বেশ সাড়া ফেলে দিয়ে e:Ny1 গাড়িটির ঘোষণা করেছে হোন্ডা। মাইলেজ থেকে ডিজাইন, শক্তি সমস্তই দারুণ এই গাড়িটির। বহু প্রিমিয়াম ফিচারসের সাথে লঞ্চ হয়েছে নতুন e:Ny1। 400 কিমি মাইলেজ সহ গাড়িতে রয়েছে প্যানোরামিক সানরুফ, ভেগান লেদার স্টিয়ারিং সহ হ্যান্ডস-ফ্রি টেলগেট এবং অত্যাধুনিক ফিচারস গাড়িটিকে আকর্ষণীয় করে তোলে।
আরাম হোক কি ফিচারস, সমস্ত কিছুই উপলব্ধ এই গাড়িতে। অটো ডিমিং আয়না সহ ডুয়াল-জোন এয়ার কন্ডিশনার আপনাকে বিলাসবহুল গাড়ির উপলদ্ধি করাবে। এছাড়া সেখানে 15.1-ইঞ্চির সেন্ট্রাল টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং 10.25-ইঞ্চি র ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার পাওয়া যায়। সেখানেই গাড়ি সম্পর্কে সমস্ত তথ্য দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লের সাপোর্ট রয়েছে এখানে।
গাড়িটির পাওয়ারট্রেন নিয়ে সমস্ত কিছু জানা যায়নি এখনো, কিন্তু নিরাপত্তা যে টপক্লাস থাকবে সেই নিয়ে সন্দেহ থাকছেনা। গাড়িতে বিশেষ collision mitigation braking, blind spot information, road departure mitigation, lane keep assist, traffic sign recognition এবং সামনে-পিছনের পার্কিং সেন্সর সহ 360 ডিগ্রী ক্যামেরা আপনাকে টপ ক্লাস নিরাপত্তার আশ্বাস দেয়। উন্নত ফিচারসের কারণে রাস্তায় নেভিগেশন করা আরও সহজ হয়ে উঠেছে।
ইউরোপীয় বাজারের জন্য গাড়িটি নিয়ে আসছে হোন্ডা মোটরস। আগামী অক্টোবরের শেষের দিকেই e:Ny1 গাড়িটির বুকিং শুরু হতে চলেছে। অক্টোবরের শেষের দিকে গাড়িটির বুকিং শুরু হওয়ার পর আগামী 2024 সালে গাড়িটির ডেলিভারি শুরু হবে। এখন দেখার আগামী সময়ে গাড়িতে কী কী নতুন ফিচারস নিয়ে আসে হোন্ডা। প্রসঙ্গত, ভারতের বাজারে কখন লঞ্চ হবে অথবা ভারতে আদৌ গাড়িটি লঞ্চ হবে কিনা তা এখনো জানা যায়নি।