TRENDS
Advertisement

আবারও সবার সেরা TATA, নতুন Nexon পেল 5Star নিরাপত্তা রেটিং

বর্তমানে দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া SUV হলো টাটা মোটরসের Nexon। বিগত অনেকটা সময় ধরেই গাড়িটি রেকর্ড বিক্রি হয়েছে। Nexon এর জনপ্রিয় হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। টাটা মোটরসের…

Published By: Ritwik | Published On:

বর্তমানে দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া SUV হলো টাটা মোটরসের Nexon। বিগত অনেকটা সময় ধরেই গাড়িটি রেকর্ড বিক্রি হয়েছে। Nexon এর জনপ্রিয় হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। টাটা মোটরসের গাড়িটির লুক এবং ডিজাইন আকর্ষণীয় তো বটেই, সেইসাথে Nexon এর বিক্রি হওয়ার পিছনে আরেকটি বড় কারন সেটির সুরক্ষা। Tata Nexon Ev Max

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

নিরাপত্তার দিক দিয়ে বাজেট সেগমেন্টে সেরা Tata Nexon। বিগত অনেকটা সময় ধরেই গাড়িটি এই খেতাব ধরে রাখে। কিন্তু নতুন Nexon Facelift লঞ্চ হওয়ার পর ক্র্যাশ টেস্ট হয়নি গাড়িটির। আগেরবার 5 স্টার নিরাপত্তা পেলেও নতুন গাড়িটির রেটিং জানতে উৎসুক ছিলেন সবাই। আর গ্রাহকদের আস্থা বজায় রেখে G-NCAP টেস্টে আবারও 5 স্টার নিরাপত্তা রেটিং হাসিল করেছে Tata Nexon।

টাটা নেক্সনের ফেসলিফট ভার্সন 5 স্টার নিরাপত্তা রেটিং পেয়েছে ঠিকই, কিন্তু এই রেটিং কেবলমাত্র পেট্রোল এবং ডিজেল মডেলের জন্য। বৈদ্যুতিক মডেলটির এখনও পরীক্ষা করা বাকি। G-NCAP ক্র্যাশ টেস্টের রিপোর্ট অনুযায়ী, প্রাপ্তবয়স্ক যাত্রী নিরাপত্তায় 34 টির মধ্যে 32.22 এবং শিশুদের নিরাপত্তায় 49 এর মধ্যে 44.52 স্কোর করেছে, যা একটি চমৎকার পারফরম্যান্স।

Tata Nexon Ev Max Dark Sixteen Nine

Tata Motors-এর তরফে দাবী করা হয়েছে যে, Nexon মডেলটি কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে একটি। এছাড়া ক্র্যাশ টেস্টে গাড়িটির নতুন মডেলটি 5-স্টার রেটিং পাওয়া প্রমাণ করে যে, টাটা মোটরস নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।

About Author