TRENDS
Advertisement

6 লাখ টাকার কমে পাবেন 5 স্টার নিরাপত্তা, Volvo-কেও হার মানাবে Tata-র এই গাড়ি

সারাবিশ্বে ভলভো (Volvo) বিখ্যাত তার সুরক্ষা ব্যবস্থার জন্য। আর বর্তমানে টাটা মোটরস (Tata Motors) সেই নিজেদের সেই সেগমেন্টে সেরা প্রমাণিত করেছে। কয়েকদিন আগেই Global Ncap রেটিংয়ে 6star সুরক্ষার রেকর্ড কায়েম…

Published By: Ritwik | Published On:

সারাবিশ্বে ভলভো (Volvo) বিখ্যাত তার সুরক্ষা ব্যবস্থার জন্য। আর বর্তমানে টাটা মোটরস (Tata Motors) সেই নিজেদের সেই সেগমেন্টে সেরা প্রমাণিত করেছে। কয়েকদিন আগেই Global Ncap রেটিংয়ে 6star সুরক্ষার রেকর্ড কায়েম করেছে তারা। বিলাসবহুল দামী হোক কী মিড রেঞ্জের SUV অথবা হ্যাচব্যাক, সুরক্ষা ব্যবস্থায় ত্রুটি নেই। আর তারই ফল পাচ্ছে টাটা মোটরস।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন
6 লাখ টাকার কমে পাবেন 5 স্টার নিরাপত্তা, Volvo-কেও হার মানাবে Tata-র এই গাড়ি
credit : gaadiwaadi.com

সম্প্রতি Tata Motors এর বিক্রীর রেকর্ড সামনে এসেছে, সেখানে এতদিন মার্কেটে রাজ করা Hyundai এবং Suzuki কে একপ্রকার গায়েবই করে দিয়েছে তারা। টাটা মোটরসের গাড়ির চাহিদা এখন আকাশছোঁয়া। বলা বাহুল্য নয় যে, তাদের 5-স্টার নিরাপত্তা ব্যবস্থা এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। আর সস্তা সাব-কমপ্যাক্ট SUV Tata Punch এর চাহিদাও তাই বোঝাচ্ছে। 6 লাখ টাকার কমে পাবেন 5 স্টার নিরাপত্তা, Volvo-কেও হার মানাবে Tata-র এই গাড়ি

জানা যাচ্ছে Tata Punch গাড়িটি কেনার জন্য লম্বা লাইন পড়েছে, আর তারফলে গ্রাহকদের এবার দীর্ঘ অপেক্ষা করতে হবে। নিজের সেগমেন্টে Hyundai Exter এবং Citroën C3 কে বাজার থেকে প্রায় গায়েবই করে দিয়েছে তারা। উন্নত সুরক্ষা এবং পাওয়ার প্যাকড পারফর্ম্যানস টাটাদের এই সাফল্য পেতে সাহায্য করেছে। 6 লাখ টাকার কমে পাবেন 5 স্টার নিরাপত্তা, Volvo-কেও হার মানাবে Tata-র এই গাড়ি

মাত্র 5.99 লাখ (এক্স-শোরুম) মূল্যের গাড়িটি বেশ কয়েকটি রঙে উপলব্ধ। বাজারে আসার পর থেকেই বেশ হাইপ তৈরি হয় সেটিকে নিয়ে। আর এখন খবর আসছে টাটা পাঞ্চের ডেলিভারি পাওয়ার জন্য এক্কেবারে ছয় সপ্তাহ অপেক্ষা করতে হবে ! অন্তত মহারাষ্ট্রের ক্রেতাদের তো অপেক্ষা করতে হবেই কি জায়গায় অপেক্ষার সময় সামান্য কম যদিও। উল্লেখ্য চলতি বছরের মে মাসে 2 লক্ষ ইউনিট Tata Punch বিক্রি করেছে টাটা মোটরস।

About Author