TRENDS
Advertisement

গাড়ি কিনবেন ভাবছেন? এই দুই গাড়ির ওপর বিশেষ ছাড় দিচ্ছে Honda, দেখে নিন খুঁটিনাটি

Honda Auto সম্প্রতি গ্রাহকদের আকর্ষণ করার জন্য তাদের দুটি মডেলে বিপুল ছাড়ের ঘোষণা করেছে। ভারতের বাজারে বেশ সফল বলা চলে Honda City এবং Honda Amaze। দুটি সেডান গাড়িই মানুষের মধ্যে…

Published By: Ritwik | Published On:

Honda Auto সম্প্রতি গ্রাহকদের আকর্ষণ করার জন্য তাদের দুটি মডেলে বিপুল ছাড়ের ঘোষণা করেছে। ভারতের বাজারে বেশ সফল বলা চলে Honda City এবং Honda Amaze। দুটি সেডান গাড়িই মানুষের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। এবার এই দুই গাড়িতেই বেশ দারুন কিছু অফার নিয়ে হাজির হোন্ডা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Honda City এবং Amaze-এর ওপর নানান উপায়ে ছাড় দিচ্ছে Honda Motors। তারা সম্প্রতি ছাড়, এক্সচেঞ্জ বোনাস, কর্পোরেট ডিসকাউন্ট এবং লয়্যালটি বোনাসের মাধ্যমে 31 শে জুলাই পর্যন্ত বিরাট ছাড়ের ঘোষণা করেছে বাজারে। তাহলে কোন গাড়িতে কত ছাড় পাওয়া যেতে পারে সেটাও দেখে নেওয়া যাক চলুন।

গাড়ি কিনবেন ভাবছেন? এই দুই গাড়ির ওপর বিশেষ ছাড় দিচ্ছে Honda, দেখে নিন খুঁটিনাটি

বর্তমানে Honda City এর দাম শুরু হচ্ছে Rs. 11.57 লক্ষ থেকে 18.89 লক্ষ টাকা (Ex Showroom price) পর্যন্ত। অন্যদিকে Honda Amaze মাত্র 7.05 লাখ (Ex Showroom price) দিয়েই কিনে নিতে পারবেন। Honda City তে রয়েছে সরাসরি 10,000 টাকার ছাড়। সেইসাথে 8000 টাকার এক্সক্লুসিভ কর্পোরেট ডিসকাউন্টের সাথে অতিরিক্ত 20,000 ছাড় মিলছে। অর্থাৎ কর্পোরেট ডিসকাউন্ট মিলবে মোট 28,000 টাকার।

গাড়ি কিনবেন ভাবছেন? এই দুই গাড়ির ওপর বিশেষ ছাড় দিচ্ছে Honda, দেখে নিন খুঁটিনাটি

Honda City তে বড় ছাড় মিললেও Amaze এ অতটা সুবিধা দেয়নি Honda। এখানে মাত্র 6000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট এবং অ্যাড অনের ওপর 12,296 টাকার ছাড় অথবা 10,000 টাকার নগদ ছাড়। উল্লেখ্য এক্ষেত্রে 5000 টাকার লয়ালিটি বোনাসও পাবেন আপনি। এক্ষেত্রে অবশ্য Honda City-এর ওপর বেশি ছাড়ের সুবিধা পাবেন আপনি। Honda Amaze-এর ওপর ছাড় বেশ আকর্ষণীয় কিছু নয়।

About Author