TRENDS
Advertisement

এলন মাস্কের মাথায় হাত! টেসলার আগে ভারতে 700 কিমি রেঞ্জের বৈদ্যুতিক গাড়ি আনছে এই সংস্থা

টেসলার বাজার ধরতে হাজির চিনা সংস্থা, এই দিন বাজারে আসবে কোম্পানির নতুন গাড়ি

Published By: Ritwik | Published On:

ভারতে আরো একটি দুর্দান্ত ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছে চিনা EV নির্মাতা BYD। টেসলা আসার আগেই ভারতের মাটিতে ঘাঁটি গড়তে চলেছে BYD। সদ্যই সেজন্য ‘Sea Lion’ গাড়িটি বাজারে আনছে তারা। গাড়িটির আনুষ্ঠানিক লঞ্চ দেখা যাবে শীঘ্রই। চিনের বাজার ছড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যেতে চাইছে সংস্থাটি।এলন মাস্কের মাথায় হাত! টেসলার আগে ভারতে 700 কিমি রেঞ্জের বৈদ্যুতিক গাড়ি আনছে এই সংস্থা

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

জানিয়ে রাখি, টেসলাকে ছাড়িয়ে BYD আপাতত বিশ্বের সবচেয়ে বড় EV নির্মাতা রূপে আত্মপ্রকাশ করেছে। এই মুহূর্তে 5 সিটারের Otto 3 গাড়িটি বিক্রি করছে BYD। আর এই গাড়িটিকে নতুন Sea Lion নাম দিয়ে লঞ্চ করতে হতে পারে তারা। গাড়িটির রেঞ্জ জানলে চোখ কপালে উঠবে আপনার। একবার ফুল চার্জে গাড়িটি 700 কিমি ছুটতে পারে BYD Sea Lion।এলন মাস্কের মাথায় হাত! টেসলার আগে ভারতে 700 কিমি রেঞ্জের বৈদ্যুতিক গাড়ি আনছে এই সংস্থা

টেসলা আসার আগেই বাজারে আসতে চলেছে BYD, ফলে বোঝাই যাচ্ছে ভারতের বাজার কতটা গুরুত্বপূর্ণ তাদের জন্য। উল্লেখ্য, টেসলা সম্প্রতি পুনেতে 5,850 স্কোয়ার ফুটের নতুন অফিস খুলেছে সংস্থাটি। টাটা, মাহিন্দ্রা ইত্যাদিকে টেক্কা দিতে বাজারে আসছে টেসলা। গাড়িতে 15.6 ইঞ্চি টাচস্ক্রিনের সঙ্গে 10.25 ইঞ্চি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেখা যায়।এলন মাস্কের মাথায় হাত! টেসলার আগে ভারতে 700 কিমি রেঞ্জের বৈদ্যুতিক গাড়ি আনছে এই সংস্থা

গাড়িতে 82.5 kwh ব্যাটারি প্যাক রয়েছে যা একবার চার্জেই 700 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। খবর অনুযায়ী সর্বোচ্চ 530 হর্সপাওয়ার শক্তি তৈরি করতে সক্ষম। গাড়িটির সম্ভাব্য দাম হতে পারে 33.99 লক্ষ টাকা। Tesla Model Y গাড়িটির সাথে লড়াইতে নামবে এই গাড়ি।

About Author