TRENDS
Advertisement

Scorpio এবং Bolero নয়, বাজার দখল করতে আসছে Mahindra-র এই মার্শাল গাড়ি

90 এর দশকের এই গাড়ি ফিরিয়ে আনছে Mahindra, সম্ভাব্য দাম এবং ফিচারস দেখে নিন

Published By: Ritwik | Published On:

Mahindra এর মার্শাল গাড়িটির কথা মনে আছে ? আজ থেকে দুই দশক আগে 90 এর দশকে গাড়িটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। যদিও সময়ের প্রকোপে হারিয়ে যায় Mahindra এর বিখ্যাত মার্শাল। কিন্তু এবার খবর আসছে যে, খুব শীঘ্রই নব অবতারে কামব্যাক করছে বিখ্যাত Marshal। নতুন প্রযুক্তির দেখা মিলবে সেখানে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

প্রথমেই পরিবর্তন আসবে ডিজাইনে। কারণ গাড়ির জগতে দ্রুত পরিবর্তন হচ্ছে সমস্ত কিছু। আর এই সময়ে গ্রাহকদের আকর্ষণ করার জন্য যানবাহনগুলিকে ক্রমবর্ধমান উন্নত প্রযুক্তির সাথে সজ্জিত করা হচ্ছে। মাহিন্দ্রা মার্শাল সমসাময়িক বৈশিষ্ট্য এবং ডিজাইনকে অন্তর্ভুক্ত করেই বাজারে আসছে বলে খবর।

Scorpio এবং Bolero নয়, বাজার দখল করতে আসছে Mahindra-র এই মার্শাল গাড়ি

লেটেস্ট রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, মাহিন্দ্রা পুরনো প্রজন্মের এই গাড়িটিকে নতুন করে তৈরি করতে কাজ করছে। বর্তমান অটো সেক্টরের লেটেস্ট প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে তৈরী হচ্ছে নতুন মার্শাল। এছাড়া ইঞ্জিন টেকনোলোজিতেও বড় পার্থক্য আসছে। বর্তমান গাড়ির বাজারের চাহিদা পূরণ করতে পারে এমন ফিচারস নিয়েই কামব্যাক করবে গাড়িটি।

তবে নতুন মার্শালের মিল থাকতে পারে মাহিন্দ্রা স্করপিওর সাথে।একাধিক ভেরিয়েন্টে গাড়িটি লঞ্চ হতে পারে। মাহিন্দ্রা মার্শালের পুনঃপ্রবর্তন কোম্পানির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, যা আধুনিক প্রযুক্তির চাহিদা এবং নস্টালজিয়ার মিশ্রণে তৈরি। মাহিন্দ্রার এই পদক্ষেপ প্রতিযোগিতামূলক ভারতীয় অটোমোটিভ বাজারে কোম্পানিকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে।

About Author