TRENDS
Advertisement

পাত্তা পাবেনা Fortuner, Maruti Suzuki এর নতুন গাড়ি আসার পর শুরু হয়েছে ব্যপক প্রতিযোগিতা

কিছুদিন আগেই মারুতি সুজুকি তাদের নতুন ফ্ল্যাগশিপ গাড়ি Invicto লঞ্চ করেছে। নতুন গাড়িটি মূলত টয়োটা ইনোভা হাইক্রস (Toyota Innova Hycross) প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে বানানো হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি ভার্সনে…

Published By: Ritwik | Published On:

কিছুদিন আগেই মারুতি সুজুকি তাদের নতুন ফ্ল্যাগশিপ গাড়ি Invicto লঞ্চ করেছে। নতুন গাড়িটি মূলত টয়োটা ইনোভা হাইক্রস (Toyota Innova Hycross) প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে বানানো হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি ভার্সনে বাজারে এসেছে। কিন্তু কেমন হলো নতুন Invicto ? চলুন তাই দেখে নেওয়া যাক। পাত্তা পাবেনা Fortuner, Maruti Suzuki এর নতুন গাড়ি আসার পর শুরু হয়েছে ব্যপক প্রতিযোগিতা

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

টয়োটা’র প্ল্যাটফর্মের ওপর তৈরি হওয়ার কারণে ইনভিক্টোর সাথে হাইক্রসের বেশ কিছু মিল পাওয়া যায়। তবে নেক্সা ডিলারশিপের অধীনে আসা গাড়িটির সিগনেচার ডে টাইম রানিং ল্যাম্প রয়েছে৷ এছাড়া Invicto MPV তে একদম নতুন ডিজাইনে তৈরী ফ্রন্ট বাম্পার এবং ফক্স স্কিড প্লেট রয়েছে। যদিও Hycross এবং Invicto এর 17-ইঞ্চি অ্যালয় হুইলের ডিজাইন ভিন্ন ভিন্ন, কিন্তু পাশাপাশি রাখলেও খুব বেশি পার্থক্য বুঝতে পারবেন না আপনি।

পাত্তা পাবেনা Fortuner, Maruti Suzuki এর নতুন গাড়ি আসার পর শুরু হয়েছে ব্যপক প্রতিযোগিতা

ইঞ্জিনের ক্ষমতা এবং মাইলেজ : Invicto MPV তে বেশ শক্তিশালী ইঞ্জিন রয়েছে। ইনভিক্টো গাড়িতে হাইব্রিড 2.0লিটার, চার-সিলিন্ডারের ইঞ্জিন থাকবে যেটি একটি বৈদ্যুতিক মোটরের সাথেও যুক্ত। গাড়িটির মোট কর্মক্ষমতা 172 hp এবং সেটি মোট 188 Nm টর্ক তৈরি করতে সক্ষম! তারফলে মাত্র 9.5 সেকেন্ডেই 100kph গতিতে চলতে সক্ষম Invicto। জ্বালানি তেলের ক্ষেত্রে গাড়িটি প্রতি লিটারে 23.24 কিমির মাইলেজ দেয়।

পাত্তা পাবেনা Fortuner, Maruti Suzuki এর নতুন গাড়ি আসার পর শুরু হয়েছে ব্যপক প্রতিযোগিতা

Invicto-এর বুট স্পেস 239 লিটার যদিও আপনি সেটিকে 690 লিটার পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। গাড়িতে Entertainment এর জন্য একটি 10.1-ইঞ্চি র টাচস্ক্রিন ওয়্যারলেস ডিসপ্লে রয়েছে। সেখানে আপনি Android Auto এবং Apple CarPlay উভয়ই ব্যবহার করতে পারেন। গাড়িটিতে সুবিধার মধ্যে রয়েছে অ্যাম্বিয়েন্ট আলো সহ প্যানোরামিক সানরুফ, 360-ডিগ্রি ক্যামেরা, 50 টিরও বেশি সুজুকি কানেক্ট ফিচার, ছয়টি এয়ারব্যাগ, ABS, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, স্টেবিলিটি কন্ট্রোল এবং হিল স্টার্ট অ্যাসিস্ট।

পাত্তা পাবেনা Fortuner, Maruti Suzuki এর নতুন গাড়ি আসার পর শুরু হয়েছে ব্যপক প্রতিযোগিতা

দাম : 24.82 লক্ষ টাকা থেকে এক্স শোরুম দাম শুরু হচ্ছে নতুন গাড়িটির। বিভিন্ন ভার্সনের জন্য দামের অংকও বিভিন্নরকম। 7 আসন এবং 8 আসনের সাথে গাড়িটির বিভিন্ন ভার্সনের দাম ভিন্ন ভিন্ন। টপ স্পেক মডেলটির এক্স শোরুম দাম 28.42 লক্ষ টাকা।

About Author