TRENDS
Advertisement

ক্রেটা বা পাঞ্চ নয়, কিনে নিন এই কমপ্যাক্ট SUV টি! খরচ মাত্র 1 লক্ষ টাকা

কোনো গাড়িই টিকতে পারেনি মারুতি সুজুকির এই গাড়ির সামনে, নয়া অবতারে ভারতের বাজারে বেশ হইচই ফেলে দিয়েছে গাড়িটি

Published By: Ritwik | Published On:

মারুতি সুজুকির আজও দেশের অন্দরে সবচেয়ে বেশী গাড়ি বিক্রী করে। বৈদ্যুতিক গাড়ির বাজারে তারা কিছুটা পিছিয়ে থাকলেও প্রচলিত গাড়ির ক্ষেত্রে তাদের সামনা সামনিও নেই কেও। সস্তায় উন্নতমানের গাড়ি, এটাই মূল মন্ত্র মারুতি সুজুকির, আর সেকারণে মধ্যবিত্ত ভারতীয়র ভারী পছন্দের গাড়ি মারুতি সুজুকি। সম্প্রতি তাদের নতুন একটি গাড়ি সেলসের রেকর্ড বানিয়েছে দেশের বাজারে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ক্রেটা বা পাঞ্চ নয়, কিনে নিন এই কমপ্যাক্ট SUV টি! খরচ মাত্র 1 লক্ষ টাকা

নেক্সা ডিলারশিপের অধীনে আসা মারুতি সুজুকি Brezza গাড়িটির চাহিদা বেড়েছে অনেকখানি। কিছু সময় আগেই গাড়িটির নতুন সংস্করণ লঞ্চ হয় ভারতে। মাত্র 9.14 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে বাজারে আসায় ব্যপকহারে বিক্রি হতে থাকে এই গাড়ি। Brezza তে মোটামুটি শক্তিশালী 1.5 L NA পেট্রোল ইঞ্জিন রয়েছে। এছাড়া CNG কিটও পেয়ে যাবেন সেখানে।

পেট্রোলের সাথে Brezza মোট 136 Nm পিক টর্ক সহ 99.2 bhp শক্তি উৎপন্ন করে। CNG এর ক্ষেত্রে 121.5 Nm পিক টর্ক সহ 86.7 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম সেটি। 5 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে CNG মোডে 25.51 km/kg মাইলেজ দেয়। Brezza তে আপনি ইলেকট্রিক সানরুফ, 7.0-ইঞ্চি স্মার্টপ্লে প্রো টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইত্যাদির সুবিধা পেয়ে যাবেনক্রেটা বা পাঞ্চ নয়, কিনে নিন এই কমপ্যাক্ট SUV টি! খরচ মাত্র 1 লক্ষ টাকা

মারুতি সুজুকি ব্রেজা গাড়িটির নিরাপত্তা ব্যবস্থাও বেশ উন্নত। সেখানে EBD সহ ABS, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, রিয়ার পার্কিং ক্যামেরা সহ রিভার্স পার্কিং সেন্সর, হিল হোল্ড অ্যাসিস্ট এবং ইলেকট্রনিক স্টেবিলিটি পেয়ে যাবেন। গাড়িটির দাম শুরু হচ্ছে 8.29 লক্ষ টাকা থেকে 12.05 লক্ষ টাকা পর্যন্ত। আপাতত ভারতীয় বাজারে Brezza S-CNG-এর সরাসরি কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তবে মারুতি সুজুকির Fronx গাড়িটি টক্কর দিতে পারে Brezza কে।

ফাইন্যান্স প্ল্যান : মারুতি সুজুকির গাড়িটির অন রোড দাম পড়বে 9.32 লক্ষ টাকা। এক্ষেত্রে আপনি যদি 1 লক্ষ টাকা ডাউনপেমেন্ট করেন এবং 5 বছরের জন্য 9.8% সুদে গাড়িটি কেনেন তাহলে মাসিক EMI খরচ হবে 17,607 টাকা।

About Author