প্রথমবারের গাড়ি কেনার সময় অনেকেই কনফিউজড থাকেন কোন গাড়ি কিনবেন, কেনই বা কিনবেন। ভারতের বাজারে কম দামে হাই মাইলেজের গাড়ির চাহিদা সবসময়ই অনেকখানি বেশি। এক্ষেত্রে Maruti Suzuki থেকে Hyundai সবাই নিজেদের নতুন নতুন গাড়ি নিয়ে এসেছে। তবে Alto K10 যেন অপ্রতিরোধ্য। কিন্তু নতুন একটি গাড়ি এসেছে যা সোজাসুজি আঘাত হানছে সেই বাজারে।
Alto K10 কে বড় চ্যালেঞ্জ জানায় Renault এর Kwid গাড়িটি। বর্তমানে Kwid নিজের দুর্দান্ত বাজার তৈরি করেছে ভারতে। Alto এর থেকে মাত্র 51,000 টাকা বেশি দাম হলেও এখানে পেয়ে যাবেন অনেক শক্তিশালী ইঞ্জিন এবং দুর্দান্ত কিছু ফিচারস। বুট স্পেসও K10 এর থেকে অনেক বড়!
দেখে নিন কেনো Renault Kwid গাড়িটি কিনবেন আপনি :-
ইঞ্জিন এবং মাইলেজ : রেনল্ট কুইড গাড়িতে রয়েছে 999 সিসির ইঞ্জিন। সেখান থেকে গাড়িটি মোট 67.06 Bhp শক্তি এবং 72Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। রেনল্ট কুইড গাড়িতে ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয়, দুই প্রকার ট্রান্সমিশনই দিয়েছে কোম্পানি। এছাড়া গাড়িতে শক্তিশালী ইঞ্জিনের সাথে 22.3 kmpl এর মাইলেজও পাওয়া যায়।
সুরক্ষা : যাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, EBD এর সাথে ABS এবং পিছনের পার্কিং সেন্সরের মত ফিচার।
ফিচারস : সুবিধার জন্য গাড়ির মধ্যে 8-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। অতিরিক্ত ফিচারের মধ্যে আপনি ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ESP), হিল স্টার্ট অ্যাসিস্ট (HSA), ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (TCS) এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS) ইত্যাদি। আপাতত গাড়িটি বাজারে Maruti Alto K10-এর সাথে প্রতিযোগিতা করবেন। গাড়িটির ক্লাইম্বার ভ্যারিয়েন্টটি প্রতিযোগিতা চালাবে টাটা পাঞ্চের সাথে। অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লের সাপোর্টও পেয়ে যাবেন এখানে।
দাম: মাত্র 4.70 লক্ষ টাকা থেকেই দাম শুরু হচ্ছে গাড়িটির, আর এটির টপ ভেরিয়েন্টের দাম 6.33 লক্ষ টাকা।