TRENDS
Advertisement

পাত্তা পাবেনা Innova অথবা Ertiga, 7 সিটার এই SUV বাজারে সুপারহিট

7 সিটার এই গাড়ি বড় পরিবর্তন আনবে বাজারে, মাত্র এই দামেই বাজিমাৎ করল KIA

Published By: Ritwik | Published On:

সম্প্রতি Kia Motors ভারতে Seltos SUV টির নতুন ভার্সন লঞ্চ করেছে। এই SUV টি কম দামেই দারুণ ফিচারস নিয়ে এসেছে। Kia Motors সেলটোস বিক্রি করছে কিন্তু নতুন মডেলে নতুন বিভিন্ন আপডেট যোগ করা হয়েছে। বাজারে নতুন সেলটোসের দাম রয়েছে 10.90 (Ex-Showroom) লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকার (Ex-Showroom) মধ্যে।পাত্তা পাবেনা Innova অথবা Ertiga, 7 সিটার এই SUV বাজারে সুপারহিট

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

এখানে উল্লেখ্য যে, সেলটোসের নতুন মডেলে অনেক ফিচার যোগ হয়েছে। আর একসাথে 18টি ভেরিয়েন্ট এবং তিনটি ইঞ্জিন বিকল্প গাড়িগুলো বিক্রি করছে KIA Motors। সেখানে রয়েছে রিডিজাইনড ফ্রন্ট গ্রিল, বাম্পার, হেডলাইট এবং টেল লাইট ইউনিট। গাড়িতে শক্তি যোগাচ্ছে 1.5-লিটার পেট্রোল এবং 1.5-লিটার টার্বো ডিজেল ইঞ্জিন। আর ইঞ্জিন থেকে মোট 159 PS শক্তি এবং 205 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।

গাড়িতে রয়েছে 4.2-ইঞ্চি র TFT ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার, গিয়ার শিফট ইন্ডিকেটর, পাওয়ার উইন্ডোজ, সিট অ্যাডজাস্টেবলের মতো ফিচারস। গাড়িতে নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সেখানে 6টি এয়ারব্যাগ সহ ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল,ABS,, রিয়ার পার্কিং সেন্সর, স্পিড সেন্সিং ডোর লক এবং 3 পয়েন্ট সিট বেল্টের মতো সুরক্ষা ফিচারস। জানিয়ে রাখি যে, বেস ভ্যারিয়েন্টে LED লাইটের জায়গায় হ্যালোজেন প্রজেক্টর হেডল্যাম্প দিয়েছে KIA। পাত্তা পাবেনা Innova অথবা Ertiga, 7 সিটার এই SUV বাজারে সুপারহিট

একনজরে Seltos এর সমস্ত ফিচারস 

আরামদায়ক আসন
360-ডিগ্রী ক্যামেরা
এয়ার পিউরিফায়ার
রেডিও কানেকটিভিটি
প্যানোরামিক সানরুফ
অটোম্যাটিক এসি
উন্নত এবং নতুন ড্যাশবোর্ড
প্রিমিয়াম স্টেরিও সিস্টেম

About Author