TRENDS
Advertisement

107 কিমি মাইলেজ সহ আসছে নতুন Toyota RAV4, দাম কত দেখে নিন

মাইলেজ 107 কিমি, শক্তিশালী ইঞ্জিন এবং একগুচ্ছ ফিচারসের সাথে আসছে নতুন Toyota RAV4, দাম এবং ডিজাইন দেখে নিন

Published By: Ritwik | Published On:

গাড়িতে মাইলেজ নিয়ে কথা বললে কেওই খুব একটা খুশি হননা। কারণ মাইলেজের অংক বেশি না থাকার কারণে এবং একইসাথে জ্বালানির যা দাম তাতে তেল ভরতে গিয়ে হাঁসফাঁস অবস্থা সবার। পেট্রলের বর্তমান দাম 106.03 টাকা প্রতি লিটার এবং ডিজেলের প্রতি লিটার 92.76 টাকা দাম হওয়ার কারণে তেল ভরতে ভরতেই বাজে অবস্থা আমজনতার।107 কিমি মাইলেজ সহ আসছে নতুন Toyota RAV4, দাম কত দেখে নিন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

কিন্তু আজ আমরা এমন এক গাড়ির কথা বলতে চলেছি যেখানে আপনি 107 কিমির মাইলেজ পেয়ে যাবেন। এবার আপনি যদি এটিকে বৈদ্যুতিক গাড়ি ভাবছেন তাহলে বড় ভুল করবেন, কারণ না এটি কোনো EV নয়। এখানে জ্বালানি চালিত ইঞ্জিন পাবেন আপনি। গাড়িটি নিয়ে এসেছে Toyota। আর 107 কিমি মাইলেজ থাকার কারণে গাড়িটি সারাবিশ্বেই হেডলাইন তৈরি করেছে।107 কিমি মাইলেজ সহ আসছে নতুন Toyota RAV4, দাম কত দেখে নিন

নতুন এই গাড়িটির নাম Toyota RAV4। ভারতীয় ইউটিউবার রজনী চৌধুরী। সম্প্রতি ইন্দোনেশিয়ার অটো শোতে গাড়িটির প্রদর্শন করেছে Toyota। হাইব্রিড পেট্রোল চালিত গাড়িটিতে লম্বা মাইলেজ পাওয়া যায়। আপনি সেখানে বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট স্ক্রিন, ওয়্যারলেস অ্যাপেল কার প্লে, ওয়্যারলেস চার্জিং, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল JBL সাউন্ড সিস্টেম, ডুয়াল জোন AC, ইলেক্ট্রনিক পার্কিং ব্রেক, টাইপ-সি চার্জিং পোর্ট, আর্মরেস্ট সহ একগুচ্ছ ফিচার্স দেখতে পাবেন।107 কিমি মাইলেজ সহ আসছে নতুন Toyota RAV4, দাম কত দেখে নিন

TOYOTA RAV4 গাড়িতে 2.5 লিটার 4 সিলিন্ডার পেট্রল হাইব্রিড ইঞ্জিন পাবেন আপনি। ইঞ্জিনটি সর্বোচ্চ 306 hp এবং 227 Nm টর্ক তৈরি করতে সক্ষম। CVT অটোমেটিক গিয়ারবক্স সমেত গাড়িটি শুধু লম্বা মাইলেজ দেবে তাই নয়, একইসাথে 107 কিমির লম্বা মাইলেজও পাবেন।

মাইলেজ এবং শক্তিশালী ইঞ্জিনের সাথে সাথে গাড়ির সুরক্ষা ব্যবস্থাও দারুণ। 8টি এয়ারব্যাগ, অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS), ইলেক্ট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন, ট্র্যাকশন কন্ট্রোল, সিট বেল্ট ওয়ার্নিং, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম সহ একাধিক নিরাপত্তা ফিচার্স রয়েছে TOYOTA এর নতুন গাড়িতে। RAV4 এর লুকও দারুণ কারণ সেখানে LED হেডল্যাম্প, LED DRL, স্পোর্টি বাম্পার সহ আধুনিক ইন্টিরিয়র ও এক্সটিরিয়র ডিজাইন দেখতে পাবেন।

107 কিমি মাইলেজ সহ আসছে নতুন Toyota RAV4, দাম কত দেখে নিন

Toyota RAV4 গাড়িটি এখনো ভারতের বাজারে লঞ্চ হয়নি। এছাড়া কবে আসতে পারে সেটি তাও জানা যায়নি। কিন্তু খবর অনুযায়ী Toyota RAV4 এর দাম থাকতে পারে 62 লক্ষ টাকা।

About Author