TRENDS
Advertisement

মার্কেটে ঝড় তুলতে আসছে Tata-র CNG ভার্সন, Hyundai-র সাথে হবে হাড্ডাহাড্ডি লড়াই! দেখুন দাম ও ফিচার্স

Hyundai Exter এর CNG ভার্সন বাজারে আসার পর টাটা মোটরস পাঞ্চ গাড়িটির CNG ভ্যারিয়েন্ট নিয়ে আসতে চলেছে বাজারে।

Published By: Ritwik | Published On:

শীঘ্রই টাটা মোটরস তাদের নতুন গাড়ি আনতে চলেছে। এবার অবশ্য কোনো নতুন মডেল লঞ্চ হচ্ছেনা। টাটা মোটরসের এন্ট্রি লেভেল মাইক্রো এসইউভি পাঞ্চ গাড়িটির CNG ভার্সন লঞ্চ হতে চলেছে। সুরক্ষা থেকে পারফরম্যান্স, এই গাড়ির জুড়ি নেই। Hyundai Exter এর CNG ভার্সন বাজারে আসার পর টাটা মোটরস পাঞ্চ গাড়িটির CNG ভ্যারিয়েন্ট নিয়ে আসতে চলেছে বাজারে।
মার্কেটে ঝড় তুলতে আসছে Tata-র CNG ভার্সন, Hyundai-র সাথে হবে হাড্ডাহাড্ডি লড়াই! দেখুন দাম ও ফিচার্স
টাটা মোটরসের তরফে এর আগে Tiago, Tigor, Altroz এর CNG ভার্সন লঞ্চ করা হয়েছে। সেগুলোর চাহিদাও বেশির দিকেই। কিন্তু মাইক্রো SUV সেগমেন্টেও নিজেদের উপস্থিতি জানান দিতে এবার পাঞ্চেরও CNG ভ্যারিয়েন্ট আসতে চলেছে। চলতি বছরের অটো এক্সপোতে প্রথম সামনে আসতে পারে গাড়িটি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Altroz CNG এর মতো টাটা পাঞ্চ গাড়িতেও থাকছে সিঙ্গেল পেন সানরুফ। উল্লেখ্য যে, Altroz গাড়িটির মতোই 60 লিটার ক্যাপাসিটির দুটি CNG ট্যাংক রয়েছে গাড়িতে। ইঞ্জিন অবশ্য একই থাকছে, 1.2 লিটারের 3 সিলিন্ডার পেট্রল ইঞ্জিন। সেটি 77bhp শক্তি এবং 97Nm টর্ক তৈরি করতে সক্ষম। 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে আসতে পারে পাঞ্চ গাড়িটির CNG ভার্সন।
মার্কেটে ঝড় তুলতে আসছে Tata-র CNG ভার্সন, Hyundai-র সাথে হবে হাড্ডাহাড্ডি লড়াই! দেখুন দাম ও ফিচার্স
উল্লেখ্য যে, গাড়িটির ফিচার্সের তালিকায় রয়েছে সানরুফ, 7 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, 7 ইঞ্চি টিএফটি এমআইডি ইনস্ট্রুমেন্ট কনসোল, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, পুশ স্টার্ট-স্টপ বাটন, মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইল ইত্যাদি। CNG ভ্যারিয়েন্টে দাম কিছুটা বাড়িয়েছে টাটা মোটরস। আপাতত গাড়িটির দাম 7.10 লাখ টাকা থেকে 9.68 লক্ষ টাকা রয়েছে।

About Author