TRENDS
Advertisement

বৈদ্যুতিক গাড়ি সহ নতুন পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন, আসন্ন সময়ে টাটা মোটরস লঞ্চ করবে এই নতুন গাড়িগুলো

2024 সাল টাটা মোটরসের জন্য অনেক বেশি উৎসাহের হতে চলেছে। বাজারে আসছে একগুচ্ছ নতুন গাড়ি। জানেন কি কোন কোন গাড়ি রয়েছে এই তালিকায়? চলুন দেখে নেওয়া যাক টাটা মোটরসের আসন্ন…

Published By: Ritwik | Published On:

2024 সাল টাটা মোটরসের জন্য অনেক বেশি উৎসাহের হতে চলেছে। বাজারে আসছে একগুচ্ছ নতুন গাড়ি। জানেন কি কোন কোন গাড়ি রয়েছে এই তালিকায়? চলুন দেখে নেওয়া যাক টাটা মোটরসের আসন্ন গাড়ির তালিকা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Tata Curvv বৈদ্যুতিক গাড়ি সহ নতুন পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন, আসন্ন সময়ে টাটা মোটরস লঞ্চ করবে এই নতুন গাড়িগুলো
Tata Curvv EV আসছে খুব শীঘ্রই। 500 কিলোমিটারের বেশি ড্রাইভ রেঞ্জের সাথে বাজারে লঞ্চ হবে গাড়িটি। দেশের সর্বাধিক বিক্রিত বৈদ্যুতিক গাড়ি নেক্সন ইভির উপরে অবস্থান করবে এটি। প্রযুক্তিগতভাবে উন্নত এবং আপমার্কেট গাড়ি হবে Tata Curvv। এই গাড়িতে ব্র্যান্ডের জন্য একটি নতুন ডিজাইন নিয়ে আসছে Tata motors।

Tata Curvv ICE বৈদ্যুতিক গাড়ি সহ নতুন পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন, আসন্ন সময়ে টাটা মোটরস লঞ্চ করবে এই নতুন গাড়িগুলো
2024 সালে দ্বিতীয় অর্ধে লঞ্চের জন্য তৈরি হচ্ছে Tata Curvv-এর ICE সংস্করণ। রিপোর্ট অনুযায়ী গাড়িতে একটি নতুন 1.5L টার্বো-পেট্রোল ইঞ্জিন থাকবে। এছাড়া 1.5-লিটারের টার্বো-ডিজেল পাওয়ারট্রেনেও মজুদ থাকবে গাড়িটি। Hyundai Creta এবং Kia Seltos-এর মতো মাঝারি আকারের SUV-এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ICE Curvv আনছে Tata motors।

Tata Punch EV বৈদ্যুতিক গাড়ি সহ নতুন পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন, আসন্ন সময়ে টাটা মোটরস লঞ্চ করবে এই নতুন গাড়িগুলো
Punch EV টাটা মোটরসের প্রথম EV হতে চলেছে যেখানে সামনের ফেন্ডারে চার্জিং পোর্ট থাকবে। বাকি সমস্ত আপডেট জ্বালানি চালিত গাড়ির মতোই থাকবে। গাড়িতে নতুন স্টিয়ারিং হুইল, ক্যাপাসিটিভ HVAC control এবং একটি বড় টাচ স্ক্রিন থাকবে। দুটি ব্যাটারি প্যাক বিকল্পে পাওয়া যাবে Punch EV। জানা যাচ্ছে Nexon EV থেকে অনেকখানি ডিজাইন নেবে এই নতুন গাড়িটি। 30 kWh ব্যাটারি প্যাকের সাথে 300 কিমি রেঞ্জ এবং Ziptron প্রযুক্তির সাথে লঞ্চ হবে নয়া Punch EV।

Tata Harrier এবং Safari Petrol বৈদ্যুতিক গাড়ি সহ নতুন পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন, আসন্ন সময়ে টাটা মোটরস লঞ্চ করবে এই নতুন গাড়িগুলো
বর্তমান ডিজেল ভার্সনে লঞ্চ হয়েছে Facelift হ্যারিয়ার এবং সাফারি। আসন্ন সময়ে EV ছাড়াও পেট্রোল সংস্করণে লঞ্চ হতে চলেছে নতুন দুই গাড়ি। গাড়ি দুটিতে লাগানো থাকবে টার্বো-পেট্রোল ইঞ্জিন। সেগুলো এখনো বিকাশের পর্যায়েই রয়েছে। যে সেগমেন্টে গাড়িগুলো লঞ্চ হয়েছে সেখানে বহু প্রতিযোগী পেট্রোল সংস্করণ অফার করে এবং তাই হ্যারিয়ার এবং সাফারি মডেলগুলি প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন পেট্রোল ভার্সন শুরু করেছে।

Tata Altroz Racer বৈদ্যুতিক গাড়ি সহ নতুন পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন, আসন্ন সময়ে টাটা মোটরস লঞ্চ করবে এই নতুন গাড়িগুলো
চলতি বছরই Tata motors তাদের নতুন Altroz Racer গাড়িটির নতুন লুকের উন্মোচন করে। অটো এক্সপোতে গাড়িটির প্রদর্শন করা হলেও বাজারে দেখা যায়নি সেটিকে। কিন্তু সদ্যই ছদ্মবেশে গাড়িটিকে বাজারে দেখা গিয়েছে। লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী মাসেই গাড়িটি লঞ্চ হতে পারে। Altroz Racer গাড়িতে থাকবে 10.25-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, এয়ার পিউরিফায়ার, ছয়টি এয়ারব্যাগ, ভয়েস-অ্যাক্টিভেটেড ইলেকট্রিক সানরুফ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ আরও অনেক ফিচারস। ইঞ্জিন হিসেবে সেখানে রয়েছে 1.2-লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন যা ছয় গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত থাকবে। আর সেই ইঞ্জিন মোট 120bhp শক্তি এবং 170Nm টর্ক তৈরি করতে সক্ষম হবে।

About Author