TRENDS
Advertisement

Ertiga-র লাক্সারি লুকের কাছে পাত্তা পাবে না Bolero, ২৭ কিমি মাইলেজের সঙ্গে থাকছে দমদার ইঞ্জিন

মারুতি সুজুকি Ertiga গাড়িটির নতুন ভার্সন বাজারে এসেছে। মোটামুটি ভালই হাইপ তৈরি হয়েছে সেই নিয়ে। ভারতের বাজারে Ertiga গাড়িটির প্রধান প্রতিদ্বন্দ্বী Mahindra Bolero। মাহিন্দ্রার গাড়িটি বেশ শক্তিশালী হলেও নতুন Ertiga…

Published By: Ritwik | Published On:

মারুতি সুজুকি Ertiga গাড়িটির নতুন ভার্সন বাজারে এসেছে। মোটামুটি ভালই হাইপ তৈরি হয়েছে সেই নিয়ে। ভারতের বাজারে Ertiga গাড়িটির প্রধান প্রতিদ্বন্দ্বী Mahindra Bolero। মাহিন্দ্রার গাড়িটি বেশ শক্তিশালী হলেও নতুন Ertiga facelift ভার্সন বাজারে দারুণ টেক্কা দেবে, নতুন ভার্সনে আবার যুক্ত হয়েছে একগুচ্ছ নতুন ফিচারস।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Ertiga 2024 গাড়িটিতে অবশ্য শুধু নতুন ফিচারস যোগ হয়েছে তাই না, সেইসাথে গাড়িটির ডিজাইনও বেশ পরিবর্তন আনা হয়েছে। অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোর সাথে সাথে Amazon Alexa এর সাপোর্টও রয়েছে গাড়িতে। স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো অ্যান্টি লক ব্রেকিং, এয়ার কন্ডিশনার, প্যাসেঞ্জার এবং ড্রাইভার এয়ার ব্যাগ, ফগ লাইট এবং অ্যালয় হুইল এর মত ফিচার সমেত আসছে Ertiga 2023। Ertiga-র লাক্সারি লুকের কাছে পাত্তা পাবে না Bolero, ২৭ কিমি মাইলেজের সঙ্গে থাকছে দমদার ইঞ্জিন

Maruti Suzuki Ertiga তে 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকছে। সেখানে আপনি স্মার্টপ্লে প্রো প্রযুক্তি পেয়ে যাবেন যা ভয়েস কমান্ড এবং কার কানেক্ট প্রযুক্তির সাথে আসে। গাড়ির সুরক্ষার জন্য সেখানে কার ট্র্যাকিং, টো অ্যালার্ট এবং ট্র্যাকিং, জিও-ফেন্সিং, ওভার স্পিডিং অ্যালার্ট এবং রিমোট ফাংশনের মতো বৈশিষ্ট্য উপস্থিত রয়েছে সেখানে। Ertiga গাড়িটির ইঞ্জিনেও বেশ পরিবর্তন এসেছে।

জানা যাচ্ছে যে, Maruti Suzuki Ertiga MPV তে 1462 cc BS6 ইঞ্জিনও থাকছে এবং সেটি 101.65bhp শক্তি সরবরাহ করতে সক্ষম। বাজারে Petrol এবং CNG, দুই ভার্সনই নিয়ে আসছে মারুতি। উল্লেখ্য শুধু 7 সিটার ভার্সনেই অটোম্যাটিক ট্রান্সমিশন থাকছে। অন্যান্য ক্ষেত্রে ম্যানুয়াল ট্রান্সমিশন মিলবে। Ertiga-র লাক্সারি লুকের কাছে পাত্তা পাবে না Bolero, ২৭ কিমি মাইলেজের সঙ্গে থাকছে দমদার ইঞ্জিন

নতুন Ertiga গাড়িতে 45 লিটারের বড় ফুয়েল ট্যাংক থাকছে। পেট্রোল ভার্সনে গাড়িটি 27 কিমি মাইলেজ দেবে আর CNG এর ক্ষেত্রে মিলবে 32 কিমি। বিশেষজ্ঞদের মতে Maruti Suzuki Ertiga 2024-এর প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য থাকছে 8 লক্ষ টাকা অথবা তার আশেপাশেই। টপ ভ্যারিয়েন্টের জন্য আপনাকে 13 লক্ষ টাকা দিতে হতে পারে। নতুন বিলাসবহুল লুকের সাথে এই দামে পাওয়া গেলে খুব কম সময়েই বাজারে বেশ হিট হয়ে উঠতে পারে গাড়িটি।

About Author