আজ বড় অফারের বিষয়ে জানাতে চলেছি আমরা। মাত্র ১ লক্ষ টাকা খরচ করলেই পেয়ে যাবেন নতুন Maruti Suzuki Alto। নতুন এই গাড়িতে মিলবে বেশ বড় অংকের মাইলেজ। রেকর্ড ৩৩.৮৫ কিমি মাইলেজের কারণে বাজারে গাড়িটির বিপুল চাহিদা royeche। বাজারে রেকর্ড সেল করেছে Alto K10। বর্তমানে যেখানে জ্বালানি তেলের দাম, সে পেট্রোল হোক কি ডিজেল সবই আকাশ ছুঁয়েছে সেখানে এক গাড়িটি আপনার পকেট গড়ের মাঠ হওয়া থেকে রক্ষা করতে পারে।
আসলে মারুতি সুজুকি তাদের Alto K10 গাড়িটির নতুন CNG ভার্সন লঞ্চ করেছে। মাত্র ১ লক্ষ টাকার ডাউনপেমেন্ট দিয়েই কিনে নিতে পারেন গাড়িটিকে। বাকি অর্থ মাসিক কিস্তিতে শোধ করা সম্ভব হবে। গাড়িটির এক্স-শোরুম দাম রয়েছে ৫.৯৬ লাখ টাকা। অন রোড দাম ৬.৫ লাখের আশেপাশে পড়তে পারে।
১ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলে আপনাকে গাড়িটি কেনার জন্য আর মাত্র ৫.৫৬ লক্ষ টাকা দিতে হবে। ৫ বছরের মেয়াদে ৯% সুদে প্রতিমাসে আপনাকে ১১,৫৫৬ টাকা দিতে হবে।
উল্লেখ্য, ভারতে সবথেকে বেশি CNG গাড়ি রয়েছে মারুতি সুজুকির। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে WagonR গাড়িটি। সাশ্রয়ী হওয়ার সাথে সাথে বড় আকারের গাড়িটি একদম পারফেক্ট ফ্যামিলি কার হওয়ার কারণে বিক্রির অংক বেড়েছে বহুখানি। Alto K10 গাড়িতে মোট ৩৩.৮৫ কিমি প্রতি কিলোর দুর্দান্ত মাইলেজ পেয়ে যাচ্ছেন আপনি।