TRENDS
Advertisement

Hyundai Creta, Maruti-র চিন্তা বাড়িয়ে লঞ্চ হল Kia Seltos, শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে পাবেন ফাটাফাটি ফিচার্স

কিয়া মোটরস (Kia Motors) সম্প্রতি ভারতে নিজেদের জনপ্রিয় Seltos গাড়িটির ফেসলিফ্ট ভার্সন নিয়ে এসেছে। লক্ষ্য একটাই, আগামী সময়ে আরো বেশি মানুষের মধ্যে গাড়িটির পরিচিতি লাভ করা। এবার যে দামে গাড়িটি…

Published By: Ritwik | Published On:

কিয়া মোটরস (Kia Motors) সম্প্রতি ভারতে নিজেদের জনপ্রিয় Seltos গাড়িটির ফেসলিফ্ট ভার্সন নিয়ে এসেছে। লক্ষ্য একটাই, আগামী সময়ে আরো বেশি মানুষের মধ্যে গাড়িটির পরিচিতি লাভ করা। এবার যে দামে গাড়িটি লঞ্চ হয়েছে তা বেশ গুরুত্বপূর্ণ। মাত্র 10.89 লাখে গাড়িটি বাজারে বেশ বড় হাইপ তৈরি করেছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

2023 সালে বাজার দখলের লক্ষ্যে কিয়া মোটরস, Hyundai Creta গাড়িটিকে ছাড়িয়ে সেইস্থানে নিজেদের স্থাপণ করতে চাইছে। আপাতত Creta ছাড়াও তাদের লড়াই করতে হবে Maruti Suzuki Grand-Vitara-এর সাথেও। যদিও এক্ষেত্রে Seltos এর বেস ভ্যারিয়েন্টই মিলবে। সেটি ‘HTE’ ট্রিমের সাথে আসে। এছাড়া গাড়িতে নতুন টাইম রানিং লাইট (DRLs), অ্যাডজাস্টেড হেডল্যাম্প, বড় গ্রিল এবং নতুন লোয়ার বাম্পার স্কিড প্লেট গাড়িটিকে সাহসী এবং অ্যাগ্রেসিভ অবস্থানে রেখেছে।

ডিজাইনে পরিবর্তন ছাড়াও গাড়িটিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। গাড়িটিকে শক্তি যোগাচ্ছে 1.5-লিটার এর পেট্রোল ইঞ্জিন যা 115 PS শক্তি এবং 144 Nm টর্ক উত্পাদন করতে সক্ষম৷ গাড়িটি 6-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে লঞ্চ হয়েছে বাজারে। তবে গাড়িটির অন্যান্য ভ্যারিয়েন্ট আলাদা এবং উন্নত ফিচারসের সাথে আসে। তবে সেক্ষেত্রে খরচের অংক পেরোবে 20 লক্ষ।

গাড়িটির ক্ষমতা অনুযায়ী বেশ কয়েকটি ভার্সনে এসেছে। যেমন HTK” ভেরিয়েন্টটি 12.09 লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে এবং “HTK+” ট্রিমের দাম 13.49 লক্ষ টাকা। বেশি শক্তিশালী ইঞ্জিন চাইলে আপনি 1.5-লিটারের T-GDI টার্বো ইঞ্জিন পছন্দ করতে পারেন। সেটি মোট 158 bhp শক্তি এবং 253 Nm পিক টর্ক জেনারেট করে। 6-স্পীড iMT ট্রান্সমিশন সহ “HTK+” ভেরিয়েন্টের দাম 14.99 লক্ষ টাকা, আর 7-স্পীড DCT ট্রান্সমিশন সহ “HTX+” ট্রিমের দাম 19.19 লক্ষ টাকা। এছাড়াও 19.79 লক্ষ টাকা মূল্যের 7-স্পীড DCT ট্রান্সমিশন সহ বাজারে আসে “GTX+” ভেরিয়েন্ট।

নতুন অ্যালয় হুইলের সাথে KIA Seltos-এ 17-ইঞ্চির চাকা রয়েছে। যদিও জিটি লাইন এবং এক্স-লাইন ভেরিয়েন্টগুলিতে 18-ইঞ্চির অ্যালয় হুইল দিয়েছে কিয়া মোটরস। Seltos বেস ভ্যারিয়েন্টে আপনি 10.25 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং সেইসাথে একাধিক ভাষা সমর্থিত ফাংশনের সাথে আসে। উল্লেখ্য, নয়া ভ্যারিয়েন্টে ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, ডুয়াল-পেন প্যানোরামিক সানরুফ, প্রিমিয়াম লেথারেট সিট সহ বেশ কিছু আপগ্রেড এসেছে।

About Author