TRENDS
Advertisement

পাত্তা পাবেনা Mahindra-র থারও, Maruti-র জিমনির সামনে টিকতে পারবেনা কেউই, দাম কত জানেন?

নতুন ফিচারসের সাথে বাজারে লঞ্চ হয়ে গেল Jimny, মাত্র এই দামেই নিয়ে যান গাড়িটি

Published By: Ritwik | Published On:

Maruti Suzuki এর গাড়িগুলো দেশের অন্দরে বেশ ভালই জনপ্রিয়। অন্যান্য গাড়ির মতো SUV সেগমেন্টেও গাড়িগুলো বেশ পছন্দ করেন সাধারণ মানুষ। সংস্থাটির আইকনিক গাড়ির রেঞ্জের মধ্যেই আসে Jimny গাড়িটি। যদিও বর্তমানে জিপসি লাইনআপ বন্ধ করে দিয়ে নতুন জিমনি গাড়িটি নিয়ে হাজির তারা। আর এই Jipsy এর মডার্ন ভার্সন হলো Jimny।পাত্তা পাবেনা Mahindra-র থারও, Maruti-র জিমনির সামনে টিকতে পারবেনা কেউই, দাম কত জানেন?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Jimmy SUV টি নিয়েও বেশ উৎসাহ বেড়েছে। 5 দরজা সমেত জিমনি গাড়িটির মূল প্রতিপক্ষ হতে পারে মাহিন্দ্রার থার। দুই গাড়িই তৈরি হয়েছে অফ রোডের কথা মাথায় রেখে। কিন্তু আপনি নেবেন কোন গাড়ি, অর্থাৎ কোন গাড়িটি আপনার জন্য একদম পারফেক্ট তাই জেনে নেওয়া যাক চলুন।

পাত্তা পাবেনা Mahindra-র থারও, Maruti-র জিমনির সামনে টিকতে পারবেনা কেউই, দাম কত জানেন?নতুন Maruti Suzuki Jimny তে আগের থেকে এখন অনেক বেশি জায়গা এবং পিছনের একটি বড় দরজা দেখতে পাবেন। টেলগেট-মাউন্টেড অতিরিক্ত চাকা, বড় অ্যালয় হুইল, এবং LED টেললাইট রয়েছে। JIMNY গাড়িটিতে সাধারণত রাইট-হ্যান্ড ড্রাইভ এবং স্পোর্ট ভার্সনে লেফট-হ্যান্ড ড্রাইভ দেওয়া হয়েছে। ভারতের বাজারে মোট 6 টি ভেরিয়েন্টে গাড়িটি বিক্রি করছে মারুতি সুজুকি।

পাত্তা পাবেনা Mahindra-র থারও, Maruti-র জিমনির সামনে টিকতে পারবেনা কেউই, দাম কত জানেন?

নতুন Maruti Suzuki Jimny-এর ফিচারস সম্পর্কে বললে, জানিয়ে দিই, সেখানে অটো হেডল্যাম্প, HD ডিসপ্লে এবং 9-ইঞ্চির স্মার্টপ্লে প্রোপ্লাস ইনফোটেইনমেন্ট সিস্টেম উপস্থিত। এটি ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সমর্থন করে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থাও এবার উন্নতি করেছে। Jimny গাড়িটি মোট 4 স্টার নিরাপত্তার সাথে আসে। 6টি এয়ারব্যাগ, ব্রেক লিমিটেড স্লিপ ডিফারেনশিয়াল, হিল হোল্ড অ্যাসিস্ট সহ ইএসপি, হিল ডিসেন্ট কন্ট্রোল, রিয়ার-ভিউ ক্যামেরা এবং ABS এর মতো ফিচারস গাড়িটির আপিল বাড়িয়ে তোলে।

পাত্তা পাবেনা Mahindra-র থারও, Maruti-র জিমনির সামনে টিকতে পারবেনা কেউই, দাম কত জানেন?নতুন Maruti Suzuki Jimny তে একটি শক্তিশালী ইঞ্জিনও লাগানো রয়েছে। সেখানে আপনি 1.5-লিটার K15B পেট্রোল ইঞ্জিন পেয়ে যাবেন এবং সেটি সর্বোচ্চ 105 hp শক্তি উৎপন্ন করতে পারে। 5-স্পীড ম্যানুয়াল এবং 4-স্পীড টর্ক-কনভার্টার স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সাথে গাড়িটি 17 কিমি পর্যন্ত মাইলেজ দেয়। এতকিছু ফিচারস সহ 12.47 লাখ থেকে 15.05 লাখ টাকার এক্স শোরুম মূল্যে পাওয়া যায়। Jimny যে দামে লঞ্চ হয়েছে তা মাহিন্দ্রা থারকে বড় চ্যালেঞ্জ জানায়।

About Author