TRENDS
Advertisement

শুধু বুলেট নয়, নিজেকে সুরক্ষিত রাখতে এই ব্লাস্ট-প্রুফ গাড়িতে চড়েন মুকেশ আম্বানি! দাম শুনে রাতের ঘুম উড়ে যাবে

ভারতের সবচেয়ে ধনী পরিবার আম্বানির পরিবার। আর বিলিয়নিয়ার আম্বানি অ্যান্ড কংয়ের শখ, আহ্লাদের কথা কেনা জানে। তার গাড়ির গ্যারেজে রয়েছে এক সে বড় কর এক গাড়ি! বিভিন্ন কারণে তারা গাড়ি…

Published By: Ritwik | Published On:

ভারতের সবচেয়ে ধনী পরিবার আম্বানির পরিবার। আর বিলিয়নিয়ার আম্বানি অ্যান্ড কংয়ের শখ, আহ্লাদের কথা কেনা জানে। তার গাড়ির গ্যারেজে রয়েছে এক সে বড় কর এক গাড়ি! বিভিন্ন কারণে তারা গাড়ি থেকে বেরোলে সেই গাড়ি নিয়ে বেরোন। সাধারনত বুলেটপ্রুফ গাড়িই বেশি ব্যবহার করেন তারা। আর সম্প্রতি ১০ কোটিরও বেশি দামের একটি গাড়িতে দেখা গিয়েছে তাকে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন
শুধু বুলেট নয়, নিজেকে সুরক্ষিত রাখতে এই ব্লাস্ট-প্রুফ গাড়িতে চড়েন মুকেশ আম্বানি! দাম শুনে রাতের ঘুম উড়ে যাবে
source : netcarshow

সম্প্রতি মুকেশ আম্বানি তার গাড়ি আপডেট করেছেন। মুকেশ আম্বনিকে দেখা গিয়েছে বুলেটপ্রুফ মার্সিডিজ-বেঞ্জ S680 গার্ড সেডান। মুকেশ আম্বানির গাড়িবহর রাস্তার ওপর দিয়ে যাওয়ার সময় গাড়িটিকে প্রথমবার দেখা যায়। আর সেই ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করে CS12 Vlogs। মুকেশ আম্বানির গাড়ির বহর মার্সিডিজের সাথে দেখা যায় রেঞ্জ রোভার, এমজি গ্লোস্টার, মার্সিডিজ-বেঞ্জ ভি-ক্লাস এমপিভি এবং ফোর্ড এন্ডেভার।

শুধু বুলেট নয়, নিজেকে সুরক্ষিত রাখতে এই ব্লাস্ট-প্রুফ গাড়িতে চড়েন মুকেশ আম্বানি! দাম শুনে রাতের ঘুম উড়ে যাবে
source : netcarshow

আম্বানি তার নতুন সেডানের জন্য বেছে নিয়েছেন মেরুন রঙের গাড়িকে। অবশ্য এই প্রথম যে তিনি বুলেটপ্রুফ গাড়ি কিনছেন তা নয় মোটেই। কারণ S680 এর আগে আম্বানি ব্যবহার করতেন S600 গার্ড। নতুন সেডানের দাম জানা যায়নি বটে কিন্তু আগের গাড়িটির থেকে দামী হতে চলেছে সেই নিয়ে সন্দেহ নেই। এখানে জানিয়ে রাখি যে, পুরনো S600 গার্ডের দাম ছিল 10 কোটি টাকা। অবশ্য গাড়িটির দাম পরবর্তীত হবে আম্বানির চাহিদানুসারে।

নতুন মার্সিডিজে VPAM VR 10 স্পেসিফিকেশন রয়েছে। যার ফলে শুধু বুলেট নয়, সেইসাথে ব্লাস্টও সয়ে নিতে পারে গাড়িটি। সেই কারণে সাধারণ গাড়ির থেকে অনেকখানি ভারী S680। সুরক্ষানিশ্চিত করতে দেওয়া হয়েছে ব্লাস্ট-প্রুফ, মাল্টি-লেয়ার গ্লাস রয়েছে, যা প্রায় 3.5-4 ইঞ্চি পুরু। জানলে অবাক হবেন যে, গাড়িটির এক একটি দরজার ওজন 250 কেজি। উল্লেখ্য যে,S680 গার্ডের ওজন 4.2 টন, এবং এই
গাড়িটিকে চলাতে 6.0-লিটারের V12 ইঞ্জিন আছে। গাড়িটি সর্বোচ্চ 612 Ps শক্তি এবং 830 Nm পিক টর্ক তৈরি করে৷

About Author