সদ্যই MG Motors Commet নামক EV ভারতের বাজারে লঞ্চ করে তাক লাগিয়ে দিয়েছে। কমপ্যাক্ট সাইজের সাথে সাথে মাত্র 7.98 লক্ষ টাকা মূল্যের এই নতুন EV SUV ভারতের বাজারে বেশ সাড়া ফেলেছে। গাড়িটির বিক্রিও চলছে বেশ ভালই। এবার খবর আসছে যে, MG Motors একটি কমপ্যাক্ট SUV লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে।
সূত্র মারফৎ জানা যাচ্ছে নতুন এই SUV আসতে পারে আগামী 2025 সাল থেকে। MG এর তরফে এই নতুন গাড়িটির নাম রাখা হয়েছে Baojun Yep। MG এর তরফে পেটেন্ট করা ডিজাইন থেকে আরো জানা যাচ্ছে, এই নয়া SUV তে 15 ইঞ্চির অ্যালয় হুইল থাকছে।
বাওজুন ইয়েপ গাড়িতে ডিম্বাকৃতির টেলল্যাম্প এবং ছোট আকারে পিছনের জানালা রয়েছে। MG বাওজুন ইয়েপ গাড়িটির দৈর্ঘ্য থাকছে 3,381mm, প্রস্থ 1,685 mm এবং উচ্চতা 1,721 mm। গাড়িটির হুইলবেস থাকছে 2,110mm লম্বা। MG কমেটের থেকে একেবারেই ভিন্ন হবে এই গাড়িটির ডিজাইন। MG এর মত Boxy ডিজাইনের জায়গায় এটি বেশ লম্বা হতে চলেছে।
উল্লেখ্য যে, Baojun Yep গাড়িতে 28.1kWh এর লিথিয়াম-আয়ন ফসফেট ব্যাটারি থাকতে চলেছে। এখানে 68bhp শক্তির একটি বৈদ্যুতিক মোটর থাকবে এবং একবার চার্জে সেটি 303km পর্যন্ত রেঞ্জ অফার করে। ফাস্ট চার্জারের মাধ্যমে মাত্র 35 মিনিটে (30% থেকে 80% পর্যন্ত) এবং AC চার্জার ব্যবহার করে 8.5 ঘন্টায় 20% থেকে 80% পর্যন্ত চার্জ করা যেতে পারে।