TRENDS
Advertisement

মারুতির Swift নাকি Renault এর Kwid, দামের মানে এগিয়ে কোন গাড়ি? দেখে নিন পার্থক্য

জোর টক্কর দুই গাড়ির, কে এগিয়ে? দেখুন বিস্তারিত

Published By: Ritwik | Published On:

মারুতি আজ দেশের শীর্ষ গাড়ি বিক্রেতা। পরিসংখ্যান অনুযায়ী দেশে 10 টি বেস্ট সেলিং গাড়ির সিংহভাগ তাদেরই দখলে। কিন্তু বর্তমানে Renault তাদের Kwid গাড়ির মাধ্যমে ভালই টক্কর দিচ্ছে। কিন্তু দুই গাড়ির মধ্যে কে এগিয়ে দেখে নিন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Maruti Suzuki Swift : মারুতির Swift নাকি Renault এর Kwid, দামের মানে এগিয়ে কোন গাড়ি? দেখে নিন পার্থক্য

খুব শীঘ্রই সংস্থাটির জনপ্রিয় মডেল সুইফটের একটি নতুন সংস্করণ লঞ্চ করার পরিকল্পনা করেছে মারুতি সুজুকি। এই গাড়িতে নতুন ইঞ্জিনের পাশাপাশি 30.9 কিলোমিটারের বেশি মাইলেজ পাওয়া যাবে।নতুন ডিজাইন করা গ্রিল, নতুন এলইডি এবং সামনের দিকে মসৃণ হেডল্যাম্প। এবং এতে রয়েছে আপডেটেড ফ্রন্ট বাম্পার, ব্ল্যাক-আউট পিলার এবং ছাদে রয়েছে প্যানারোমিক রুফ টপ‌।

মারুতির Swift নাকি Renault এর Kwid, দামের মানে এগিয়ে কোন গাড়ি? দেখে নিন পার্থক্য

5.99 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে CNG তে 30.9 কিমি, পেট্রোলে 22.38 কিমি মাইলেজ দেয় swift। 1197 সিসির ইঞ্জিন 89 bhp শক্তি এবং 113 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। গাড়িটিকে স্পোর্টি এবং আকর্ষণীয় লুকের সাথে বাজারে আনছে মারুতি সুজুকি।

Renault Kwid মারুতির Swift নাকি Renault এর Kwid, দামের মানে এগিয়ে কোন গাড়ি? দেখে নিন পার্থক্য

রেনল্ট কুইড গাড়িতে রয়েছে 999 সিসির ইঞ্জিন। সেখান থেকে গাড়িটি মোট 67.06 Bhp শক্তি এবং 72Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। রেনল্ট কুইড গাড়িতে ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয়, দুই প্রকার ট্রান্সমিশনই দিয়েছে কোম্পানি। এছাড়া গাড়িতে শক্তিশালী ইঞ্জিনের সাথে 22.3 kmpl এর মাইলেজও পাওয়া যায়।

মারুতির Swift নাকি Renault এর Kwid, দামের মানে এগিয়ে কোন গাড়ি? দেখে নিন পার্থক্য

গাড়ির মধ্যে 8-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। অতিরিক্ত ফিচারের মধ্যে আপনি ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ESP), হিল স্টার্ট অ্যাসিস্ট (HSA), ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (TCS) এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS) ইত্যাদি। মাত্র 4.70 লক্ষ টাকা থেকেই দাম শুরু হচ্ছে গাড়িটির, আর এটির টপ ভেরিয়েন্টের দাম 6.33 লক্ষ টাকা।

About Author