গাড়ি কেনার স্বপ্ন কার না থাকে। যদিও সহজে সেই স্বপ্ন সাকার হয়না আর! গাড়ির যেভাবে দাম বেড়েছে তাতে গাড়ি কেনা অসাধ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আর অসুবিধা নেই, আমরা আজ যে অফার নিয়ে এসেছি তাতে আরো কোনো অসুবিধা হবেনা। বেশ সস্তায় গাড়িটি আপনার হতে পারে।
এখানে উল্লেখ্য, গাড়িটি আপনাকে সেকেন্ড হ্যান্ড ভার্সনেই কিনতে হবে। আর এরকম তিনটি অফার রয়েছে Alto 800 এর ওপর। নীচে দেখে নিন অফার
1) Alto গাড়িটির 2010 সালের মডেলটি কিনতে পারেন Olx থেকে। বর্তমানে সেটির দাম রয়েছে 65,000 টাকা। দিল্লিতে গাড়িটির রেজিস্ট্রেশন থাকলেও অন্যান্য রাজ্যে স্থানান্তর করে দেওয়া সম্ভব হবে। যদিও গাড়িটি কিনতে আপনাকে কোনো অফার বা ফাইন্যান্স প্ল্যান প্ল্যান পাবেন না।
2) Maruti Suzuki Alto 800-এর সেকেন্ড হ্যান্ড মডেলের আরেকটি সস্তা ডিল রয়েছে QUIKR ওয়েবসাইটে। গুরুগ্রামে রেজিস্টার্ড রয়েছে এই Alto গাড়িটি। 2011 সালের মডেলটি রয়েছে 1 লক্ষ টাকার বিনিময়ে।
3) তৃতীয় অফারটি রয়েছে CARTRADE ওয়েবসাইটে। সেকেন্ড হ্যান্ড Maruti Alto 800-এর 2012 সালের মডেল বিক্রির জন্য আরেকটি মডেল রয়েছে। এই গাড়িটির দাম রয়েছে দেড় লাখ টাকা। গাড়ি কেনার ওপর কোনো ফাইন্যান্স প্ল্যান বা অফার নেই।