Read In
Whatsapp
Car News

৫০ হাজার টাকা ছাড়ে কিনুন Maruti-র এই গাড়ি, পাবেন ৩৪ কিমি মাইলেজ! অফার মিস করলে পস্তাবেন

ভারতীয় অটোমোবাইলের দুনিয়ায় এমন বেশকিছু গাড়ি রয়েছে যেগুলিকে আজ পর্যন্ত কেউ টেক্কা দিতে পারেনি। উদাহরণস্বরূপ, মারুতি সুজুকির কথা বলাই যায়। এটি সেই কোম্পানি যে বিগত ২০ বছর ধরে ভারতীয় বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির মধ্যে অন্যতম। আজও মানুষ পারিবারিক গাড়ি হিসেবে এই গাড়িটিকেই অগ্রাধিকার দেয়।

যাদেরই অল্প বিস্তর টাকা পয়সা আছে তারা প্রায় প্রত্যেকেই কোন না কোন সময়ে এই গাড়িটি কিনেছেন। আর হবে নাই বা কেন, এত কম খরচে এরকম মাইলেজ কটা গাড়ি দেয় বলুন তো? এরকম বাজেটের মধ্যে গাড়িটি স্টাইলিশ-ও বটে। আজকের প্রতিবেদনে মারুতিরই একটি গাড়ির কথা বলব আপনাদের। আর সেটি হল মারুতি সুজুকি ওয়াগন।

আসলে আজ এই গাড়িটির প্রসঙ্গ উত্থাপনের কারণ, কোম্পানি এটিতে বিশাল ছাড় দিচ্ছে। পাশাপাশি কোম্পানি দিচ্ছে দুটি ইঞ্জিনের অপশন। CNG তে প্রতি কেজিতে ৩৪ কিলোমিটার মাইলেজ দাবি করে কোম্পানিটি। গাড়টির প্রারম্ভিক মূল্য ৫.৫৫ লক্ষ টাকা (এক্স শোরুম)। তবে চলতি মাসে মারুতি সুজুকি Wagon R-এ প্রায় ৫০,০০০ টাকা অবধি ছাড় পাওয়া যাচ্ছে। যারমধ্যে ২৫,০০০ টাকার নগদ ছাড়, ২০ হাজার টাকার এক্সচেঞ্জ অফার ও ৪,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট।

অন্যদিকে, ম্যানুয়াল ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ১৫,০০০ টাকার নগদ ছাড়, ২০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৪,০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট অফার করছে। কোম্পানিটি LX i, VX i, Z X i এবং ZX i প্লাস অন্তর্ভুক্ত গাড়ির চারটি ভেরিয়েন্ট অফার করছে। জানিয়ে রাখি, গাড়ির সিএনজি মডেলটি শুধুমাত্র ১.২ লিটার ইঞ্জিন মডেলে পাওয়া যায়। এই ইঞ্জিন ৮৯ Bhp পাওয়ার জেনারেট করে।

Back to top button