TRENDS
Advertisement

Maruti আনছে নতুন 7-সিটার MPV, যা মাইলেজ দেবে 35 এর বেশি, দাম Ertiga থেকে কম

ভারতের বাজারে বৃহত্তম গাড়ি নির্মাতার মধ্যে রয়েছে Maruti Suzuki। একাধিক বেস্ট সেলিং গাড়ি রয়েছে তাদের বহরে। দেশের শীর্ষ দশটি বিক্রি হওয়া গাড়ির 7টিই তাদের। গ্রাহকদের প্রয়োজন মত গাড়ি লঞ্চ করে…

Published By: Ritwik | Published On:

ভারতের বাজারে বৃহত্তম গাড়ি নির্মাতার মধ্যে রয়েছে Maruti Suzuki। একাধিক বেস্ট সেলিং গাড়ি রয়েছে তাদের বহরে। দেশের শীর্ষ দশটি বিক্রি হওয়া গাড়ির 7টিই তাদের। গ্রাহকদের প্রয়োজন মত গাড়ি লঞ্চ করে কোম্পানি। এবার খবর আসছে নতুন একটি 7 সিটার গাড়ি নিয়ে আসতে চলেছে মারুতি সুজুকি। Suzuki Spacia Hybrid X (daa Mk53s Zbxb Jp)

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Maruti Suzuki-র নতুন 7 সিটার গাড়িটি Compact MPV হতে চলেছে। আরো জানা যাচ্ছে যে, নতুন গাড়িটির দৈর্ঘ্য থাকবে 4 মিটারের কম। আর এই ছোট আকারের মধ্যেই 7 জনের বসার গাড়ি নিয়ে আসছে Maruti Suzuki। এছাড়া গাড়িটি আবার লঞ্চ হবে বাজেটের মধ্যেই, অর্থাৎ বেশ কম দামেই গ্রাহকরা সেটি কিনতে পারবেন।

Gaadiwaadi ওয়েবসাইটের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, আসন্ন MPV-এর কোডনেম রয়েছে YDB। এই গাড়িটি জাপানে বিক্রি হওয়া সুজুকি Spacia-র ওপর ভিত্তি করে তৈরি হবে। তবে এর ডিজাইন হবে একেবারেই ভিন্ন। সূত্র মারফৎ জানা যাচ্ছে যে, নতুন গাড়িটি Maruti Ertiga থেকেও বেশ সস্তা হতে পারে।

বিভিন্ন রিপোর্ট অনুসারে, Maruti Suzuki এই গাড়িটিকে ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া 7-সিটার MPV, Ertiga এর নীচে রাখবে এবং Ertiga থেকে দামও কম হবে। যেখানে Ertiga গাড়িটিকে Arena ডিলারশিপের মাধ্যমে বিক্রি করা হয় সেখানে নতুন গাড়িটি বিক্রি করা হবে Nexa ডিলারশিপ থেকে। Suzuki Spacia Custom Front Angle Top

উল্লেখ্য যে, আসন্ন 7 সিটার MPVটি হাইব্রিড সংস্করণে লঞ্চ হতে পারে। এখানে Z-সিরিজের 1.2 লিটার হাইব্রিড পেট্রোল ইঞ্জিন ব্যবহার করবে Maruti Suzuki যা কিনা 35 kmpl মাইলেজ দিতে সক্ষম। আপনাদের জানিয়ে রাখি যে, বর্তমানে এই সেগমেন্টে Eeco গাড়িটি বিক্রি করে Maruti Suzuki, সেটি Omni বন্ধ করে আসে। এখন দেখার নতুন 7 সিটার আসার পর Maruti Suzuki তাদের Eeco গাড়িটি চালু রাখবে নাকি বন্ধ করে দেবে।

About Author