TRENDS
Advertisement

Maruti Suzuki eVX: হাইব্রিড নয় এবার মারুতির লক্ষ্য বৈদ্যুতিক গাড়ির বাজার, শীঘ্রই লঞ্চ হচ্ছে নতুন eVX

গত বছরের শুরুর দিকে Maruti Suzuki গ্রেটার নয়ডাতে অনুষ্ঠিত 2023 অটো এক্সপোতে প্রথমবারের জন্য eVX গাড়িটি বিশ্বব্যাপী আত্মপ্রকাশের আয়োজন করে। আগামী সময় এই Concept Car এর ওপর নির্ভর করেই বৈদ্যুতিক…

Published By: Ritwik | Published On:

গত বছরের শুরুর দিকে Maruti Suzuki গ্রেটার নয়ডাতে অনুষ্ঠিত 2023 অটো এক্সপোতে প্রথমবারের জন্য eVX গাড়িটি বিশ্বব্যাপী আত্মপ্রকাশের আয়োজন করে। আগামী সময় এই Concept Car এর ওপর নির্ভর করেই বৈদ্যুতিক গাড়ি তৈরি করবে Maruti Suzuki। সাম্প্রতিক সময়ে eVX এর নানান প্রোটোটাইপ টেস্টিং করতে দেখা গিয়েছে মারুতি সুজুকিকে। Evx Exterior Right Front Three Quarter 9

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আগামী সময়ের জন্য গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে Maruti Suzuki eVX। Maruti Suzuki এর আসন্ন গাড়ির ভাঁড়ারে নতুন বৈদ্যুতিক গাড়ি যুক্ত করবে eVX প্ল্যাটফর্মের গাড়িগুলো। 15 লাখের বাজেটে আসতে পারে সেগুলো। Maruti Suzuki eVX আসন্ন Tata Curvv EV, Hyundai Creta EV, Mahindra XUV.e8, Honda Elevate EV এবং অন্যান্য গাড়ি গুলির সাথে প্রতিযোগিতা করবে৷

উল্লেখ্য যে, Maruti Suzuki eVX পাঁচ-সিটার SUV টি থেকে টয়োটাও নিজেদের সহজলভ্য গাড়ি তৈরি করবে। Toyota এর গাড়িগুলো বাজারে আসবে আগামী বছর। Toyota midsize e-SUV 2025 সালে ভারতে লঞ্চ হবে। সুজুকি-টয়োটা অংশীদারিত্ব ভারতে তো বটেই, পাশাপাশি বিদেশেও বেশ সফল এই জুটি। সেক্ষেত্রে eVX সফল হলে বড় পরিবর্তন দেখা যাবে আসন্ন সময়ে।

Maruti Suzuki Evx Rendered 1

eVX একটি কুপ ডিজাইনের সাথে লাইন সহ আকর্ষণীয় নকশার সাথে আসে। গাড়িটির কেবিনে বড় ভাসমান টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অল-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, 360-ডিগ্রি ক্যামেরা সিস্টেম, ADAS প্রযুক্তি, অটোম্যাটিক ক্লাইমেট কন্ট্রোল, মডার্ন ড্যাশবোর্ড, ওয়্যারলেস চার্জার এবং আরও অনেক কিছু আধুনিক ফিচারস দেখা যাবে গাড়িতে।

Maruti Suzuki Evx Auto Expo 2023 1673411079

উল্লেখ্য যে, জিরো-ইমিশন SUV তে সম্ভবত টয়োটার 27PL প্ল্যাটফর্ম দ্বারা আন্ডারপিন করা হবে। এটি 40PL থেকে প্রাপ্ত এবং সেখানে 48 kWh এবং 60 kWh, এই দুই ব্যাটারি প্যাক দিয়ে সজ্জিত করা হবে। প্রথম ব্যাটারি প্যাক 400 কিলোমিটারের বেশি ড্রাইভিং রেঞ্জ দিতে সক্ষম হবে এবং পরবর্তী ব্যাটারি প্যাকের সাহায্যে 550 কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়।

About Author