সামনেই দুর্গাপুজো এবং নবরাত্রি। আর এই পুজোর মরশুমে ধমকাদার সমস্ত অফারস নিয়ে হাজির বিভিন্ন কোম্পানি। আর সেক্ষেত্রে পিছিয়ে নেই Maruti Suzuki। উৎসবের মরশুমে বাম্পার ছাড় মিলছে বিভিন্ন মডেলে। আজ সেগুলোই জানাবো আপনাদের।
1) Maruti Suzuki Swift : Swift গাড়িতে মোট 25 হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস, 15 হাজার টাকা নগদ ছাড় এবং 4 হাজার টাকার কর্পোরেট বোনাস দিচ্ছে। পেট্রোল AMT এবং LXi ম্যানুয়ালে 52 হাজার টাকা ছাড় পাবেন। CNG ভ্যারিয়েন্টে ছাড়ের অংক 25,000। তবে Swift এর সেডান ভার্সন ডিজায়ারে ছাড়ের অংক মাত্র 10 হাজার।
2) Maruti Suzuki Alto K10 : গতবছর আগস্ট মাসেই লঞ্চ হয় গাড়িটি। Alto K10-এর সমস্ত ম্যানুয়াল ভ্যারিয়েন্টে 15 হাজার টাকার বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে মারুতি সুজুকি। অটোম্যাটিক ট্রান্সমিশনের গাড়িতে ছাড় পাওয়া যাবে 30 হাজার টাকা। এছাড়া গাড়িটির CNG ভার্সনেও 20 হাজার টাকার বিপুল ছাড় রয়েছে।
3) Maruti Suzuki S-Presso : S-Presso তে সর্বোচ্চ ছাড় দিয়েছে। সেখানে 30,000 টাকার বোনাস ছাড় সহ 20,000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তবে এই ছাড় কেবল পেট্রোল ভেরিতেন্টে। CNG গাড়িতে 30 হাজার টাকার ছাড় এবং 20,000 টাকার এক্সচেঞ্জ ছাড় দিচ্ছে Maruti Suzuki।
4) Maruti Suzuki Celerio : পেট্রোল ভেরিয়েন্টে 35 হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস, 20 হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। CNG গাড়িতে 30 হাজার টাকা ছাড় এবং এক্সচেঞ্জ বোনাস মিলছে 20,000।
5) Maruti Suzuki WagonR : মারুতি সুজুকি ওয়াগন আর গাড়ির সমস্ত পেট্রোল ভেরিয়েন্টে 50,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। যার মধ্যে রয়েছে 25 হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 15 হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্ট। CNG ভার্সনের VXi এবং LXi ভেরিয়েন্টে 25,000 টাকা এবং পেট্রোল AMT ট্রান্সমিশনে 27 হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য যে, Maruti Brezza-তে কোনো ছাড় বা অফার দেয়নি কোম্পানি। তবে Eeco-তে ছাড় মিলছে। 10,000 টাকা ছাড়, 10 হাজারের এক্সচেঞ্জ বোনাস এবং 4 হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্ট দিচ্ছে Maruti Suzuki।
নিচে এই নিয়ে পুরো তালিকা দেওয়া হলঃ-
মডেল | ছাড় | এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট ডিসকাউন্ট |
Maruti Alto 800 (petrol) | – | 15,000 |
Maruti Alto 800 (CNG) | – | 15,000 |
Maruti Alto K10 (petrol) | 30,000 | 15,000 |
Maruti Alto K10 (CNG) | 20,000 | 15,000 |
Maruti Celerio (petrol) | Up to 35,000 | 20,000 + 4,000 |
Maruti Celerio (CNG) | 30,000 | 20,000 |
Maruti S-Presso (petrol) | 30,000 | 20,000 + 4,000 |
Maruti S-Presso (CNG) | 30,000 | 20,000 |
Maruti Wagon-R 1.0L (petrol) | 25,000 | 15,000 + 4,000 |
Maruti Wagon-R 1.0L (CNG) | 25,000 | 15,000 + 4,000 |
Maruti Wagon-R 1.2L (petrol) | 25,000 | 15,000 |
Maruti Swift (petrol) | 25,000 | 15,000 + 4,000 |
Maruti Swift (CNG) | 25,000 | 15,000 |
Maruti Dzire (petrol) | – | 10,000 |
Maruti Dzire (CNG) | – | – |
Maruti Brezza | – | – |
Maruti Eeco | 10,000 | 10,000 + 4,000 |