TRENDS
Advertisement

ডিসেম্বরে স্টক খালি করার জন্য বড় ছাড় দিচ্ছে মারুতি সুজুকি, এবার থাকছে 2 লক্ষ টাকার বিশেষ ডিসকাউন্ট

বছর শেষ হতে চলেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। এরইমধ্যে নিজেদের পুরনো স্টক বিক্রি করার জন্য বড় অফার দিয়েছে Maruti Suzuki। আপাতত 30-35 দিনের ইনভেন্টরিতে 3,30,00 গাড়ি রয়েছে সংস্থাটির কাছে।…

Published By: Ritwik | Published On:

বছর শেষ হতে চলেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। এরইমধ্যে নিজেদের পুরনো স্টক বিক্রি করার জন্য বড় অফার দিয়েছে Maruti Suzuki। আপাতত 30-35 দিনের ইনভেন্টরিতে 3,30,00 গাড়ি রয়েছে সংস্থাটির কাছে। মার্কেটে অবশ্য এই সময়ে বিক্রির অনুমান রয়েছে 3,35,000 ইউনিট। সেই হিসেবে কিছু কমই গাড়ি রয়েছে কোম্পানির কাছে।ডিসেম্বরে স্টক খালি করার জন্য বড় ছাড় দিচ্ছে মারুতি সুজুকি, এবার থাকছে 2 লক্ষ টাকার বিশেষ ডিসকাউন্ট

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

এদিকে আগামী সময়ে অর্থাৎ ডিসেম্বরের সারা মাস জুড়ে বিভিন্ন মডেলের ওপর ভালো ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন মারুতি সুজুকির বিক্রয় ও বিপণনের সিনিয়র নির্বাহী পরিচালক শশাঙ্ক শ্রীবাস্তব। এখানে উল্লেখ্য যে, কিছু আউটলেটে জিমনিতে ছাড় 2.3 লক্ষ টাকায় পৌঁছেছে এবং সেলেরিও গাড়িতে ছাড় থাকছে প্রায় 70,000 টাকার। তবে Brezza, Ertiga এবং Dzire CNG-তে কোন ছাড়ের ঘোষণা করেনি Maruti Suzuki।

ডিসেম্বরে স্টক খালি করার জন্য বড় ছাড় দিচ্ছে মারুতি সুজুকি, এবার থাকছে 2 লক্ষ টাকার বিশেষ ডিসকাউন্ট

Maruti Suzuki নিজেদের ডিলারদের নির্দেশ দিয়েছে পুরোনো স্টক খালি করার জন্য করা অংকের ডিসকাউন্ট দিতে। আর এক্ষেত্রে সবচেয়ে বড় অফার রয়েছে Jimny গাড়িতে। সেখানে উভয় ভেরিয়েন্টেই 2 লাখ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। অতিরিক্তভাবে, মারুতি একটি জিমনি থান্ডার সংস্করণও চালু করেছে। এন্ট্রি-লেভেল জিমনি জেটা-র জন্য মোট ডিসকাউন্ট বেড়ে হয়েছে 2.3 লক্ষ টাকা।

ডিসেম্বরে স্টক খালি করার জন্য বড় ছাড় দিচ্ছে মারুতি সুজুকি, এবার থাকছে 2 লক্ষ টাকার বিশেষ ডিসকাউন্ট

Fronx গাড়ির বিভিন্ন ভেরিয়েন্টেও 40,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে। জনপ্রিয় গ্র্যান্ড ভিটারা এসইউভি তে ভেরিয়েন্টের উপর নির্ভর করে 25,000 থেকে 35,000 টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা দেওয়া হচ্ছে৷ Nexa এর বিভিন্ন মডেল যেমন Ciaz, Baleno এবং Ignis এর মডেল এবং ইনভেন্টরির উপর নির্ভর করে 35,000 টাকা থেকে 65,000 টাকার মধ্যে ছাড় দেওয়া হচ্ছে।

ডিসেম্বরে স্টক খালি করার জন্য বড় ছাড় দিচ্ছে মারুতি সুজুকি, এবার থাকছে 2 লক্ষ টাকার বিশেষ ডিসকাউন্ট

Maruti Suzuki Arena ডিলারশিপের Swift CNG মডেলের ওপর বিশেষ এক্সচেঞ্জ বোনাস থাকছে। Alto K10 এর ক্ষেত্রে মোট 52 হাজার টাকা থেকে 63 হাজার টাকার সুবিধা পাওয়া যাচ্ছে। S-Presso তে এবং WagonR এর বিভিন্ন মডেলে 56 হাজার থেকে 63 হাজার টাকা পর্যন্ত ছাড় থাকছে। Eeco এবং Celerio এর বিভিন্ন ভেরিয়েন্টে 35 হাজার থেকে 70 হাজার টাকার ডিসকাউন্ট থাকছে।

About Author