দীপাবলির মাত্র আর কটা দিনই বাকি। তার আগে নভেম্বর মাসের শুরুতেই বড়সড় ছাড়ের ঘোষণা মারুতি সুজুকির। Nexa ডিলারশি পের অধীনে যে সমস্ত গাড়ি রয়েছে সেখানে মিলবে এই ছাড়। অর্থাৎ স্টাইলিশ ইগ্নিস থেকে জনপ্রিয় ব্যালেনো, সিয়াজ ইত্যাদি গাড়িতে এই ছাড় মিলবে।
এবার ছাড়ের অংক বেড়েছে অনেকখানি। যেমন মারুতি ইগনিসে নগদ 35 হাজার টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া 30 হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 10 হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্ট৷ গাড়িটিকে অনেক সহজলভ্য করে তুলেছে। আবার Ignis এ বাম্পার অফার মিলছে।
গ্ল্যামারাস Maruti Ignis Limited Edition গাড়ি এবার আরো সহজেই কিনতে পারেন। কারণ নগদ 5,000 (সিগমা SE ট্রিম) থেকে 15,500 (ডেল্টা SE ট্রিম) টাকার ছাড় দিচ্ছে মারুতি সুজুকি। এরপর আবার 30 হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 10 হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্ট৷ পেয়ে যাবেন।
নীচে তালিকার মাধ্যমে পুরো অফার জানানো হলো:
গাড়ির মডেল | নগদ ছাড় | এক্সচেঞ্জ বোনাস+ কর্পোরেট ডিসকাউন্ট |
Maruti Ignis | Rs. 35,000 | Up to Rs. 30,000 + up to Rs. 10,000 |
Maruti Ignis Limited Edition (Sigma SE) | Rs. 5,000 | Up to Rs. 30,000 + up to Rs. 10,000 |
Maruti Ignis Limited Edition (Delta SE) | Rs. 15,500 | Up to Rs. 30,000 + up to Rs. 10,000 |
Maruti Baleno (Alpha trim) | Rs. 10,000 | Up to Rs. 25,000 + 0 |
Maruti Baleno (বাকি ভেরিয়েন্ট ) | Rs. 20,000 | Up to Rs. 25,000 + 0 |
Maruti Ciaz | Rs. 10,000 | Up to Rs. 30,000 + Rs. 3,000 |
Maruti Jimny (Zeta trim) | Rs. 50,000 | Rs. 50,000 + 0 |
Maruti Jimny (Alpha trim) | 0 | Rs. 20,000 + 0 |