2023 এর অটো এক্সপোতে Maruti Suzuki তাদের নতুন eVX SUV টির উন্মোচন করেছে। প্রথমবার এটি দেখা যায় পোল্যান্ডে। সেখানের অটো শোতেই প্রথমবারের জন্য গাড়িটিকে দেখা যায়। এরপর সম্প্রতি ভারতেও গাড়িটিকে দেখা গিয়েছে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী শীঘ্রই ভারতে গাড়িটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে Maruti Suzuki।
eVX SUVটিকে গুরগাঁও স্থিত মারুতি সুজুকির প্ল্যান্টের কাছে দেখা গিয়েছে। ছবি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে,eVX গাড়িতে 17 ইঞ্চি অ্যালয় হুইল দিয়েছে কোম্পানি। উল্লেখ্য, গাড়িটির ডিজাইন তার Concept ভার্সনের থেকে বেশ কিছুটা ভিন্ন হবে। সেখানে Horizontal LED লাইট বারগ সহ হাই মাউন্ট স্টপ ল্যাম্প, শার্ক ফিন অ্যান্টেনা দেখতে পাওয়া যাবে।
গাড়ির বাহ্যিক অংশে একটি র্যাকড ফ্রন্ট উইন্ডশীল্ড, স্কয়ারড-অফ হুইলস এবং ওয়ার্পের ভিতরে পেশীবহুল সাইড ক্ল্যাডিং থাকবে। কনসেপ্ট ডিজাইন থেকে স্পষ্ট যে, eVX 4,300 মিমি লম্বা, 1,800 মিমি চওড়া এবং 1,600 মিমি উঁচু হবে। গাড়িটি 60 kWh Li-ion ব্যাটারি প্যাকের সাথে লঞ্চ হবে বলেই ধারণা করা হচ্ছে। আর এই ব্যাটারি প্যাক গাড়িটিকে মোট 500 কিমির ড্রাইভিং রেঞ্জ দেবে।
Maruti Suzuki eVX ডুয়াল ইলেকট্রিক মোটর সেট আপ সহ আসেবে। গাড়িটির টেস্টিং চালানো কালীন যে ছবি সামনে এসেছে তাতে একটি টু-স্পোক স্টিয়ারিং হুইল এবং একটি ডুয়াল-স্ক্রিন লেআউটও স্পষ্ট দেখা যাচ্ছে। উল্লেখ্য ভারতের বাজারে গাড়িটির প্রতিযোগিতা চলবে Mahindra XUV700, Hyundai Creta, Tata Curvv EV, Honda Elevate EV, এবং Kia Seltos EV-এর সাথে।