TRENDS
Advertisement

Exter এবং Punch-বাজারে বড় আঘাত আনবে Suzuki-র এই গাড়ি, ফিচার্স এবং দাম দেখে নিন

থারের ডিজাইনে নতুন গাড়ি আনল মারুতি সুজুকি, কোন গাড়িটি নেবেন আপনি ?

Published By: Ritwik | Published On:

Mahindra Thar গাড়িটির জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। অফ-রোড গাড়ির বাজারে থার একদম রাজ চালায় গাড়িটি। আর Thar এর ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে নতুন Mini SUV নিয়ে হাজির মারুতি সুজুকি। থার গাড়িটির মতোই মারুতিতেও থাকছে দমদার ইঞ্জিন এবং পাওয়ারফুল ফিচারস। মিনি SUV বাজারে এলে থারকে প্রতিযোগিতা না দিলেও বড় টক্কর দেবে টাটা মোটরসের Punch গাড়িটিকে। Exter এবং Punch-বাজারে বড় আঘাত আনবে Suzuki-র এই গাড়ি, ফিচার্স এবং দাম দেখে নিন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ইঞ্জিন এবং মাইলেজ: মারুতি সুজুকির নতুন Mini SUV টির নাম Hustler। গাড়িটির Powertrain ও বেশ আকর্ষণীয়। সেখানে 660 cc টার্বো ইঞ্জিন থাকবে, যা 52 hp শক্তি এবং 63Nm টর্ক জেনারেট করতে সক্ষম। Mini SUV তে এই শক্তিশালী ইঞ্জিন নিজের সেগমেন্টে অপ্রতিরোধ্য করে তুলবে। তবে শুধু শক্তি নয়, Hustler এ রয়েছে নানান অত্যাধুনিক সুবিধাও।

ফিচারস: Maruti Suzuki Hustler-এ আপনি সানরুফ, ডিজিটাল ডিসপ্লে, 360 ডিগ্রী ক্যামেরা রিয়ার সেন্সর, পাওয়ার সাইড মিরর এবং এয়ার ব্যাগের মতো বৈশিষ্ট্যগুলি পেয়ে যাচ্ছেন। উল্লেখ্য , গাড়িটি যে দামে বাজারে আসতে চলেছে সেই দামের কোনো গাড়িতেই সানরুফ পাওয়া যায় না। কিন্তু Hustler এ আপনি অটো সানরুফ পেয়ে যাচ্ছেন।

Exter এবং Punch-বাজারে বড় আঘাত আনবে Suzuki-র এই গাড়ি, ফিচার্স এবং দাম দেখে নিন

দাম: একাধিক কালারের সাথে বাজারে আসবে গাড়িটি।কমপ্যাক্ট SUV টির এক্স-শোরুম দাম 7 থেকে 10.49 লাখের মধ্যেই। অর্থাৎ Punch থেকে শুরু করে Hyundai i10, Hyundai Extensor, Citroën এর গাড়িগুলোর সাথে সেয়ানে সেয়ানে টক্কর দেবে মারুতি সুজুকি হাসলার। নতুন ডিজাইন গাড়িটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।

About Author