TRENDS
Advertisement

Maruti Suzuki Brezza: রেকর্ড গড়ল Brezza, SUV সেগমেন্টের নতুন কিং মারুতি সুজুকির গাড়ি

ভারতের অটোমোবাইলের বাজারে বরাবরই দাপত দেখিয়ে এসেছে Maruti Suzuki। SUV বাজার বাড়ার সাথেসাথে সেখানেও বড় অংশ দখল করেছে তারা। আর এক্ষেত্রে মারুতি সুজুকির প্রধান হাতিয়ার Brezza। 2023 সালের সর্বাধিক বিক্রীত…

Published By: Ritwik | Published On:

ভারতের অটোমোবাইলের বাজারে বরাবরই দাপত দেখিয়ে এসেছে Maruti Suzuki। SUV বাজার বাড়ার সাথেসাথে সেখানেও বড় অংশ দখল করেছে তারা। আর এক্ষেত্রে মারুতি সুজুকির প্রধান হাতিয়ার Brezza। 2023 সালের সর্বাধিক বিক্রীত SUV এর তালিকায় শীর্ষে Maruti Suzuki Brezza।Maruti Suzuki Brezza

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

গত 2023 সালে Maruti Suzuki মোট 17.7 লক্ষ গাড়ি বিক্রি করেছে। আর এর মধ্যে Brezza বিক্রী হয়েছে 1.70 লক্ষ। চিত্তাকর্ষক বিক্রির রেকর্ড সহ ব্রেজ্জা গাড়িটির জনপ্রিয়তাও বেড়েছে দ্রুত গতিতে। হ্যাচব্যাক, সেডান এর পর এবার SUV বাজারেও জোর দাপট দেখাচ্ছে Maruti Suzuki।

Brezza গাড়িটির বিক্রির পিছনে অনেকাংশে দায়ী এটির প্রতিযোগিতামূলক দাম। 8.29 লক্ষ টাকা দামের সাথে মোট চারটি ভেরিয়েন্টে উপলব্ধ গাড়িটি। মারুতি সুজুকি Brezza ধারাবাহিকভাবে ভারতে সবচেয়ে জনপ্রিয় SUV মডেলগুলির মধ্যে একটি। তবে শুধু দাম নয়, সাথে অসাধারণ জ্বালানি দক্ষতাও গাড়িটির রেকর্ড বিক্রির জন্য দায়ী।

Maruti Suzuki Brezza
Maruti Suzuki Brezza

Brezza তে 18.76 kmpl এর দারুণ মাইলেজ পাওয়া যায়। এছাড়া রয়েছে Brezza এর CNG ভার্সন। সিএনজিতে মাইলেজ রয়েছে 25.51 km/kg। গাড়িটির স্টাইলিং এবং ফিচারসও কম নেই। পেশীবহুল Compact SUV লুক গাড়িটির নান্দনিক আবেদন আরো বাড়িয়ে তোলে। গ্রাহকদেরও তাই পছন্দের হয়ে ওঠেছে নতুন Brezza।

About Author