Read In
Whatsapp
Car News

মাত্র 6.5 লাখ টাকায় বাড়ি আনুন Maruti Suzuki-র এই গাড়ি, জম্পেশ ফিচার্সের সঙ্গে পাবেন 32 কিমি মাইলেজ

মারুতি সুজুকি তার গ্রাহকদের কথা মাথায় রেখে দারুণ কিছু গাড়ি নিয়ে এসেছে বাজারে। কিন্তু আজ যে গাড়ির বিষয়ে বলবো তার স্পেসিফিকেশন শুনলে তাক লেগে যাবে আপনার। 32 কিমি মাইলেজ এবং 6.51 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে গাড়িটি বাজারে হইচই ফেলে দিয়েছে। চলুন গাড়িটি সম্পর্কে জানাই আপনাদের।

Maruti Suzuki-র নতুন এই গাড়িটি আসলে Dzire রেঞ্জের Tour S সংস্করণ। বাজারে সদ্যই এই নতুন সেডান গাড়িটি লঞ্চ করেছে মারুতি সুজুকি। দাম এবং মাইলেজের কারণেই গাড়িটির জনপ্রিয়তা এতটা বেশি। উল্লেখ্য, গাড়িটি আসলে Maruti Dzire-এর ট্যাক্সি ভেরিয়েন্ট। আগেও বাজারে বিক্রি হয়েছে সেটি, কিন্তু নতুন এবার নতুন অবতারে সেটিকে লঞ্চ করেছে মারুতি সুজুকি।

গাড়িতে যুক্ত হয়েছে ব্র্যান্ড নিউ ডিজাইন। বড় বুট স্পেসের সাথে এক্সটেরিয়ার এবং ইন্টেরিয়র, উভয়ই আপগ্রেড করা হয়েছে। পেট্রোল এবং CNG, এই দুই ভার্সনে লঞ্চ হয়েছে মারুতি সুজুকি ডিজায়ার ট্যুর এস। নতুন Dzire এ 1.2 লিটার কে-সিরিজ ইঞ্জিন দেওয়া রয়েছে এবং পেট্রোল ভেরিয়েন্টেটি সর্বোচ্চ 66kW এবং CNG ভেরিয়েন্টে 57kW শক্তি উৎপন্ন করে। সর্বোচ্চ 113 Nm টর্ক সহ পেট্রোল চালিত গাড়িটির মাইলেজ 23.15 kmpl এবং CNG এর মাইলেজ 32.12 km/kg।

Dzire Tour S এর নতুন ভার্সনে গাড়িটির নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে রয়েছে ইলেক্ট্রিক স্টেবিলিটি প্রোগ্রাম (ESP), ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন (EBD) এবং ব্রেক অ্যাসিস্ট (BA), রিভার্স পার্কিং সেন্সর, ডুয়াল এয়ারব্যাগ সহ অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) এর মতো ফিচারস। মাত্র 6.51 লক্ষ টাকা (পেট্রোল) থেকে দাম শুরু হচ্ছে Dzire এর। CNG কিট সহ গাড়িটির দাম রয়েছে 7.36 লক্ষ টাকা (এক্স-শোরুম)। উল্লেখ্য, পেট্রোল ভার্সনটিতে কেবল ম্যানুয়াল ট্রান্সমিশন অপশনের সাথেই আসে।

Back to top button