TRENDS
Advertisement

পুজোর মরশুমে কিনে নিন মারুতির এই 7 সিটার ধাসু গাড়ি, কিনলেই পয়সা উসুল! দাম কত?

জ্বালানি খরচের দিক থেকে যথেষ্ট সাশ্রয়ী গাড়ি এর্টিগা। চট জলদি দেখে নিন গাড়ির সমস্ত ফিচার্স এবং দাম।

Published By: Ritwik | Published On:

Maruti Suzuki-র সেভেন-সিটার Ertiga-র মার্কেট চাহিদা এখনও অব্যাহত। আসলে Ertiga হল কোম্পানির একটি দুর্দান্ত মাল্টি ইউটিলিটি ভেহিকেল (MUV)। যেহেতু এই গাড়িগুলিতে একসাথে প্রচুর মালপত্র বহন করা যায় সেই কারণেই এটি ভারতীয়দের অত্যন্ত পছন্দের। পাওয়ারফুল ইঞ্জিন সহ এই গাড়িতে রয়েছে 1462 cc পেট্রোল ইঞ্জিন। পুজোর মরশুমে কিনে নিন মারুতির এই 7 সিটার ধাসু গাড়ি, কিনলেই পয়সা উসুল! দাম কত?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

জানিয়ে দিই, এই গাড়িটির সিএনজি ভার্সনও উপলব্ধ রয়েছে। Maruti Ertiga হল কোম্পানির একটি 7 সিটার গাড়ি যেটির প্রারম্ভিক মূল্য 8.64 লক্ষ টাকা (এক্স শোরুম)। গাড়িটির বুট স্পেস 209 লিটার। পাশাপাশি আপনি চাইলে তৃতীয় সারিটি সরিয়ে বুট স্পেস 550 লিটারে বাড়িয়ে নিতে পারেন।পুজোর মরশুমে কিনে নিন মারুতির এই 7 সিটার ধাসু গাড়ি, কিনলেই পয়সা উসুল! দাম কত?

জানিয়ে রাখি, Maruti Ertiga-এর টপ মডেলটি 13.08 লক্ষ টাকায় (এক্স-শোরুম) পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে বাজারে এর 9 টি ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। গাড়িটিতে রয়েছে ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন। উল্লেখ্য ,গাড়ির CNG ম্যানুয়াল ইঞ্জিন 26.11km/kg মাইলেজ দেয়। অন্যদিকে এর 1.5-লিটার পেট্রোল ইঞ্জিনের মাইলেজ 20.51 kmpl।পুজোর মরশুমে কিনে নিন মারুতির এই 7 সিটার ধাসু গাড়ি, কিনলেই পয়সা উসুল! দাম কত?

Maruti Ertiga-কে 185 মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। এছাড়াও এতে রয়েছে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সহ একটি 7-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। পাশাপাশি (MPV) চারটি ট্রিম LXi, VXi, ZXi এবং ZXi+ দেওয়া হয়েছে। গাড়িটি MID তে TBT (টার্ন-বাই-টার্ন) নেভিগেশন এবং প্যাডেল শিফটারও পায়।

পুজোর মরশুমে কিনে নিন মারুতির এই 7 সিটার ধাসু গাড়ি, কিনলেই পয়সা উসুল! দাম কত?

গ্রাহকদের জেনে রাখা দরকার যে, এটি একটি হালকা হাইব্রিড গাড়ি, যাতে ক্রুজ কন্ট্রোল, অটো হেডলাইট এবং অটো এসির মত ফিচার্স রয়েছে। এতে 5-স্পিড এবং 6-স্পিডের পাওয়ারট্রেন উভয়ই উপলব্ধ। নিরাপত্তার জন্য এতে ডুয়াল এয়ারব্যাগ এবং ABS-এর মতো উন্নত বৈশিষ্ট্য রয়েছে। এতে রিয়ার পার্কিং সেন্সর এবং ISOFIX চাইল্ড সিট অ্যাঙ্করও দিয়েছে সংস্থাটি।

About Author