TRENDS
Advertisement

Mahindra Thar Vs Maruti Suzuki Jimny, দুই গাড়ির মধ্যে আপনার জন্য সেরা? তুলনা দেখে বুঝে নিন

মারুতির নতুন Jimny এবং মাহিন্দ্রার Thar, এই দুই গাড়ির মধ্যে জোর লড়াই শুরু হয়েছে। অফরোডিংয়ের জন্য একদম উপযুক্ত দুই গাড়ি। Thar এর আধিপত্যে বড়সড় প্রশ্নচিহ্ন ফেলেছে Jimny। লেটেস্ট ডেটা রিপোর্ট…

Published By: Ritwik | Published On:

মারুতির নতুন Jimny এবং মাহিন্দ্রার Thar, এই দুই গাড়ির মধ্যে জোর লড়াই শুরু হয়েছে। অফরোডিংয়ের জন্য একদম উপযুক্ত দুই গাড়ি। Thar এর আধিপত্যে বড়সড় প্রশ্নচিহ্ন ফেলেছে Jimny। লেটেস্ট ডেটা রিপোর্ট গাড়িদুটির মধ্যের দ্বন্দ্ব আরো বড় করে তুলে ধরেছে। Mahindra Thar Vs Maruti Suzuki Jimny, দুই গাড়ির মধ্যে আপনার জন্য সেরা? তুলনা দেখে বুঝে নিন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

গত অক্টোবর মাসে বিক্রির পরিসংখ্যান অনুযায়ী দুই গাড়ির বিক্রির মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান পরিলক্ষিত হয়েছে। যেখানে Jimny মোট 1852 ইউনিটে বিক্রি হয়েছে সেখানে Thar গাড়িটির বিক্রি হয়েছে 5593 ইউনিট! উল্লেখযোগ্যভাবে জিমনির বিক্রি গত জুলাই মাসে বেশি থাকলেও ধীরে ধীরে ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে। কিন্তু Thar গাড়িটির বিক্রি প্রতি মাসে গড়ে প্রায় পাঁচ হাজার ইউনিটের পরিসংখ্যান বজায় রেখেছে।

চলুন উভয় গাড়ির বৈশিষ্ট্য এবং দামগুলি জেনে নেওয়া যাক। সাথে আপনার জন্য কোন SUV উপযুক্ত তাও দেখে নিন।

Mahindra Thar Vs Maruti Suzuki Jimny, দুই গাড়ির মধ্যে আপনার জন্য সেরা? তুলনা দেখে বুঝে নিন

Mahindra Thar
Mahindra Thar মোট দুটি ট্রিমে উপলব্ধ। 4-হুইল এবং রিয়ার-হুইল ড্রাইভ উভয় বিকল্পেই আসে গাড়িটি। থারের দাম শুরু হচ্ছে 10.98 লক্ষ টাকা থেকে। ছয়টি রঙের সাথে এবং তিনটি ইঞ্জিন বিকল্পে পাওয়া যায়। সবচেয়ে শক্তিশালী ভার্সনে 2-লিটার পেট্রোল পাওয়ারট্রেন টার্বো ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি সর্বোচ্চ 150 bhp শক্তি এবং 6-স্পীড গিয়ারবক্স সহ 15.2 kmpl এর মাইলেজ প্রদান করে।

Maruti Jimny
জিমনি গাড়িটিও কম যায়না। অল-হুইল-ড্রাইভ গাড়িটর দাম শুরু হচ্ছে 12.74 লক্ষ টাকা থেকে। Jimny মোট দুইটি ট্রিমের সাথে আসে যা হলো Zetta এবং Alpha। 1.4L এর ইঞ্জিন মোট 105 PS শক্তি এবং 134 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। এছাড়া Jimny তে 16.94 kmpl এর মাইলেজ পাওয়া যায়।

Mahindra Thar Vs Maruti Suzuki Jimny, দুই গাড়ির মধ্যে আপনার জন্য সেরা? তুলনা দেখে বুঝে নিন

একনজরে গত কয়েক মাসে Thar এবং Jimny এর বিক্রয়ের পরিসংখ্যান দেখে নিন।

Mahindra Thar
– অক্টোবর: 5593
– সেপ্টেম্বর: 5413
– আগস্ট: 5951
– জুলাই: 5265

Mahindra Thar Vs Maruti Suzuki Jimny, দুই গাড়ির মধ্যে আপনার জন্য সেরা? তুলনা দেখে বুঝে নিন

Maruti Suzuki Jimny
– অক্টোবর: 1852
– সেপ্টেম্বর: 2651
– আগস্ট: 3104
– জুলাই: 3778

About Author