TRENDS
Advertisement

নতুন অ্যাম্বুলেন্স লঞ্চ করল Mahindra, দাম ও ফিচারস দেখে নিন

Bolero Neo Plus প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে নতুন Ambulance নিয়ে এসেছে Mahindra, দেখে নিন সমস্ত ফিচারস

Published By: Ritwik | Published On:

দেশীয় কোম্পানি Mahindra আজই তাদের নতুন Bolero Plus লঞ্চ করেছে। নতুন গাড়িটিকে Type B অ্যাম্বুলেন্সের মতো করে তৈরি করা হয়েছে। উন্নত বিল্ড কোয়ালিটির সাথে আসে Bolero এর গাড়িটি। দেশের বিভিন্ন অংশের গ্রাহকদের জন্য বিশেষ ফিচারস সহ তৈরি করা হয়েছে গাড়িটিকে।নতুন অ্যাম্বুলেন্স লঞ্চ করল Mahindra, দাম ও ফিচারস দেখে নিন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Bolero Neo Plus এর এক্স শোরুম দাম পড়বে 13.99 লক্ষ টাকা। গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস (GeM) এর ক্ষেত্রে দাম রয়েছে 12.31 লক্ষ টাকা। কয়েক বছর আগেই চালু হওয়া বোলেরো নিওর সাথে নতুন বোলেরো প্লাসের অনেকখানি মিল দেখতে পাবেন। গাড়িটির কেবিনস্পেস বাড়ানোর জন্য লম্বা হুইলবেস রয়েছে।

2.2L ফোর-সিলিন্ডার mHawk ডিজেল ইঞ্জিন গাড়িটিতে শক্তি সরবরাহ করে। ইঞ্জিনটি একইসাথে 120 hp শক্তি এবং 280 Nm পিক টর্ক উৎপন্ন করে। 6 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে আসে Bolero Neo Plus। বডি-অন-ফ্রেম এবং 193 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়িটিকে যেকোন জায়গাতেই চালাতে সাহায্য করে।নতুন অ্যাম্বুলেন্স লঞ্চ করল Mahindra, দাম ও ফিচারস দেখে নিন

প্রয়োজন অনুযায়ী Bolero Neo Plus ছোট এবং বড়, উভয় আকারের সাথে আসে। এছাড়া SUV গাড়িটি বিভিন্ন সেক্টর যেমন পুলিশ, সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনীতে অগ্নিনির্বাপণ, সেচ এবং জনসাধারণের কাজে প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে গাড়িটির বহুল ব্যবহার চলেছে। জানিয়ে রাখি যে, Bolero তে High Grade Steel ব্যাবহার করা হয়েছে। যা গাড়িটিকে অনেক বেশি মজবুত বানায়।

About Author