TRENDS
Advertisement

বৈদ্যুতিক গাড়ি এবং Thar মিলিয়ে চারটি নতুন SUV আনছে Mahindra, তালিকা দেখতে ভুলবেন না যেন

আসন্ন সময়ে বেশ কিছু দারুণ গাড়ি লঞ্চ করতে চলেছে Mahindra। বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে জ্বালানি, সমস্ত সেগমেন্টেই নতুন গাড়ি আনতে চলেছে কোম্পানি। আর এই গাড়ি গুলো বাজার কাঁপাবে আগামী…

Published By: Ritwik | Published On:

আসন্ন সময়ে বেশ কিছু দারুণ গাড়ি লঞ্চ করতে চলেছে Mahindra। বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে জ্বালানি, সমস্ত সেগমেন্টেই নতুন গাড়ি আনতে চলেছে কোম্পানি। আর এই গাড়ি গুলো বাজার কাঁপাবে আগামী 2024 সালে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আসন্ন সময়ে Mahindra এর কী কী গাড়ি আসতে চলেছে বাজারে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1. Updated Mahindra XUV400: বৈদ্যুতিক গাড়ি এবং Thar মিলিয়ে চারটি নতুন SUV আনছে Mahindra, তালিকা দেখতে ভুলবেন না যেন
নতুন Mahindra XUV400 গাড়িটিও শীঘ্রই বাজারে দেখা যাবে। এই গাড়িতে বড় আকারের টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, নতুন ইন্সট্রুমেন্ট কনসোল, সংশোধিত ড্যাশবোর্ড এবং সেন্টার কনসোল সহ প্রিমিয়াম সারফেস কোয়ালিটি ম্যাটেরিয়ালসের সাথে লঞ্চ হবে XUV 400। নতুন গাড়িতে Interior আপডেট থাকলেও কোন যান্ত্রিক পরিবর্তন থাকছেনা।

2. Mahindra XUV300 EV: বৈদ্যুতিক গাড়ি এবং Thar মিলিয়ে চারটি নতুন SUV আনছে Mahindra, তালিকা দেখতে ভুলবেন না যেন
জ্বালানি চালিত XUV 300 এর ওপর ভিত্তি করেই আসছে নতুন XUV 300 EV। তবে XUV 400 এর তুলনায় ছোট ব্যাটারি প্যাক থাকবে এই গাড়িতে। গাড়িটির বেস ভেরিয়েন্টের দাম শুরু হতে পারে 14.5 লক্ষ টাকা থেকে এবং গাড়ির মাইলেজ থাকবে 350 কিমি।

বৈদ্যুতিক গাড়ি এবং Thar মিলিয়ে চারটি নতুন SUV আনছে Mahindra, তালিকা দেখতে ভুলবেন না যেন
5 দরজার থার নিয়ে বহুদিন ধরেই উত্তেজনা তৈরী হয়ে আছে বাজারে। গত কয়েকমাসে বেশ কয়েকটি পরীক্ষা করতে দেখা গিয়েছে Mahindra কে। আগামী 2024 সালের শুরুর দিকে গাড়িটি বাজারে আসতে পারে। অতিরিক্ত আসন সারি সহ Thar 5 door গাড়িতে DRL সহ একটি নতুন এলইডি হেডলাইট এবং একটি নতুন ফ্রন্ট গ্রিল থাকবে৷ 10-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং IRVM মাউন্টেড ড্যাশক্যামের সাথে সজ্জিত হবে নয়া Thar। উল্লেখ্য, গাড়িটিকে শক্তি জোগাবে 2.2L ডিজেল এবং 2.0L পেট্রোল ইঞ্জিন।

4. Mahindra XUV e8 বৈদ্যুতিক গাড়ি এবং Thar মিলিয়ে চারটি নতুন SUV আনছে Mahindra, তালিকা দেখতে ভুলবেন না যেন
Mahindra এর নতুন ইলেকট্রিক SUV XUV.e8। Mahindra এর XUV 700 এর Re-branded version নতুন XUV.e8। এখনো অবধি লঞ্চের তারিখ সম্বন্ধে কিছু জানা যায়নি কিন্তু খবর আসছে যে, আগামী 2024 সালের শেষের দিকে গাড়িটি লঞ্চ হবে। XUV.e8-এ নতুন LED হেডলাইট, LED DRLs, ফ্রন্ট গ্রিল সহ অনেক বেশি Futuristic Design থাকছে। XUV.e8 গাড়িতে 80 kWh ব্যাটারি প্যাক সহ একটি ডুয়াল-মোটর সেটআপ রয়েছে গাড়িতে। গাড়িটি সর্বোচ্চ 230 PS শক্তি এবং 350 Nm টর্ক জেনারেট করতে সক্ষম হবে।

About Author