বাজারে Mahindra SUV গুলোর ক্রেজ একদম ভিন্ন। Thar, Scorpio ইত্যাদি গাড়িগুলো আসার আগেই বিক্রি হয়ে যায়। নতুন Thar গাড়িটির ওপর অবশ্য অনেকেই ক্ষুব্ধ, অন্তত সেটির অফ-রোডিং ক্ষমতার কারণে বেশ সমালোচনা চলছে। কিন্তু তরইমধ্যে মার্কেটে মাহিন্দ্রার নতুন SUV লঞ্চের কথা শোনা যাচ্ছে। আমেরিকান বাজারে বিক্রি হবে নতুন গাড়িটি।
মাহিন্দ্রা Roxor গাড়িটি ভারতে বিক্রি হয়না। গাড়িটি সাধারণ বাজার উত্তর আমেরিকা, সেখানে ব্যপক হারে বিক্রি হচ্ছে এই SUV। লাল এবং কালো রঙের সাথেই আসে সেটি। তবে খুব শীঘ্রই ভারতের বাজারে গাড়িটির লঞ্চ হওয়ার সম্ভবনা জানা গিয়েছে। যদিও Mahindra এর তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি এই নিয়ে।
Mahindra Roxor গাড়িটি ক্লাস লিডিং SUV এর অধীনে আসে। আপনি এখানে হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সহ পিছনে 11 ইঞ্চির ডিস্ক ব্রেকের সুবিধা পেয়ে যাবেন। গাড়িতে উপস্থিত 2.5 লিটারের ডিজেল ইঞ্জিন 64bhp এর সাথে সাথে 195Nm এর পিক টর্ক উৎপন্ন করে। 5Speed Manual অথবা 6 স্পিড অটোম্যাটিক ট্রান্সমিশনের সাথে আসে Roxor।
আমেরিকান মার্কেটে Mahindra Roxor গাড়িটির দাম শুরু হচ্ছে 18,899 ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় 14.04 লক্ষ টাকা। Roxor টপ মডেলটির জন্য আপনাকে 26,299 ডলার দিতে হবে। ভারতে সেই অংক দাঁড়ায় 19.54 লক্ষ টাকা। এখন দেখার ভারতের বাজারে ঠিক কত দামে লঞ্চ হয় গাড়িটি।