Mahindra সম্প্রতি নিজেদের স্টকের ওপর বড় ছাড় দিয়েছে। চলতি বছরের শেষ মাসে Bolero, Bolero Neo, Thar 4WD, XUV300, Marazzo এবং XUV400-এর মতো মডেলগুলির ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট ডিল অফার করছে৷ কমপ্যাক্ট SUV-এর W8 পেট্রোল ভেরিয়েন্টটি ভোক্তাদের জন্য 1.22 লক্ষ টাকা ছাড়ের সাথে উপলব্ধ। সাথে 30,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 4000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট মিলছে।
সবমিলিয়ে ছাড়ের অংক পৌঁছেছে 1.56 লাখে। গাড়িটির W8 পেট্রোল ভেরিয়েন্টের জন্য, নগদ ছাড় রয়েছে 1.16 লক্ষ টাকা। W8 পেট্রোল ম্যানুয়াল TGDI এবং W8 ঐচ্ছিক পেট্রোল ম্যানুয়াল TGDI ভেরিয়েন্টগুলি শুধুমাত্র নগদ ছাড় রয়েছে 1.22 লক্ষ টাকা। W8 ডিজেল ম্যানুয়াল এবং W8 অটোম্যাটিক ডিজেল সংস্করণগুলি নগদ ছাড়ের অংক 1.43 লক্ষ টাকা।
এছাড়া বিভিন্ন গাড়িতে রয়েছে এক্সচেঞ্জ বোনাস 25,000 টাকা সহ 4000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট। সবমিলিয়ে ছাড়ের অংক পৌঁছেছে 1.72 লাখ টাকায়। Mahindra Bolero B6 গাড়িতে নগদ ছাড় রয়েছে 83,000, টাকার। সাথে 10,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং একটি কর্পোরেট ডিস্কাউন্ট রয়েছে. 3,000 এর। সবমিলিয়ে এই গড়িয়ে ছাড় মিলছে 96,000 টাকার।
Mahindra Marazzo-এর বেস M2 ভেরিয়েন্টে নগদ ছাড়ের অংক 14,100 টাকা। এর সাথে যুক্ত হচ্ছে 15 হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট বোনাস 5,200। Mahindra XUV400 গাড়িতে নগদ ছাড় রয়েছে 4 লক্ষ টাকা পর্যন্ত। এছাড়া সেখানে 20,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যায়। আর এইসব মিলিয়ে XUV 400 গাড়িতে মোট ছাড়ের অংক দাঁড়ায় 4.2 লাখ টাকায়।