Read In
Whatsapp
Car NewsElectric Vehical

উৎসবের মরশুমে বড় ছাড়ের ঘোষণা মাহিন্দ্রার, XUV 400 EV-তে পাবেন1.25 লাখের ডিসকাউন্ট! কিনবেন নাকি?

বৈদ্যুতিক গাড়ির বাজার ধীরে ধীরে বেড়ে চলেছে। বিশ্বব্যপী ট্রেন্ডে গা ভাসিয়ে ভারতীয়রাও দেদার বৈদ্যুতিন গাড়ি কিনে চলেছে। এই বাজারে টাটা মোটরস বাকিদের থেকে অনেকখানি এগিয়ে। Nexon EV বাজারে বেশ হাইপ তৈরি করেছে। আগামী 14 সেপ্টেম্বর Nexon এর Facelift ভার্সন নিয়ে আসতে চলেছে টাটা মোটরস। মাহিন্দ্রাও এবার সেই দৌড়ে সামিল হয়েছে।

মাহিন্দ্রা তাদের নতুন XUV 400 EV নিয়ে হাজির। যে বাজেটে গাড়িটি এসেছে তাতে XUV 400 জোর টক্কর দেবে Nexon EV কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী ফিচারস থাকবে নতুন গাড়িতে। সাথে XUV 400 এর দাম এবং বৈশিষ্ট্য সম্পর্কে বলার পাশাপাশি Mahindra এর নতুন অফার সম্পর্কেও জানাবো আপনাদের।

মাহিন্দ্রার নতুন EV একদম সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে Nexon কে। দুটি ভেরিয়েন্ট মোট 10টি ভিন্ন ভিন্ন রঙের সাথে উপলব্ধ। 5 সিটার গাড়িটিতে দুই ধরনের ব্যাটারি প্যাক রয়েছে। একবার ফুল চার্জে XUV 400 ছুটতে পারে 456 কিমি (39.4 kWh ব্যাটারি প্যাকের সাথে)। 50 kW DC ফাস্ট চার্জার 50 মিনিটেই 80% চার্জ সম্পূর্ন করে দেয়।

অতিরিক্ত ফিচারসের মধ্যে রয়েছে 7 ইঞ্চির টাচস্ক্রিন সিস্টে ম, ফোল্ডেবল ORVM, ছয়টি এয়ারব্যাগ, কর্নারিং ব্রেক কন্ট্রোল, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল (ESC)। অটোমেটিক ট্রান্সমিশনের সাথে গাড়িতে একটি সিঙ্গেল-পেন সানরুফ, পুশ-বাটন স্টার্ট-স্টপ, রিয়ার পার্কিং ক্যামেরাও পাবেন আপনি। 15.99 লক্ষ থেকে 19.39 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে XUV 400 গাড়িটি বাজারে সেরা পারফর্মার হতে পারে।

source : teambhp

Mahindra XUV400 বৈদ্যুতিক গাড়িতে সর্বমোট 1.15 লাখ টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাহিন্দ্রা। এছাড়া Mahindra Marazzo তে 73,000 টাকা ছাড়, XUV300 71,000 টাকা ছাড়, Bolero এবং Bolero Neo তে 50 থেকে 60,000 টাকা ছাড় দিচ্ছে Mahindra।

Back to top button