TRENDS
Advertisement

Mahindra XUV 400 এবার আরো সস্তায়, পুজোর আগে 1.25 লাখের বাম্পার ডিসকাউন্ট মাহিন্দ্রার!

বৈদ্যুতিক গাড়ির উপর বিপুল ছাড় দিল মাহিন্দ্রা, একেবারে 1.25 লাখ টাকার বাম্পার ডিসকাউন্ট XUV 400 EV তে

Published By: Ritwik | Published On:

বৈদ্যুতিক গাড়ির বাজার ধীরে ধীরে আরো বড় হচ্ছে। জ্বালানির জ্বলুনি থেকে মুক্তি পেতে সহায় বৈদ্যুতিক গাড়ি। এতদিন দেশের বাজারে কেবল Tata Motors একাই রাজ চালালেও বর্তমানে সেই বাজারে ভাগ বসাচ্ছে Mahindra। 14 সেপ্টেম্বর Nexon Facelift লঞ্চ হওয়ার পর তাই XUV 400 EV তে 1.25 লাখ টাকার বাম্পার ডিসকাউন্ট দিয়েছে Mahindra and Mahindra। Mahindra XUV 400 এবার আরো সস্তায়, পুজোর আগে 1.25 লাখের বাম্পার ডিসকাউন্ট মাহিন্দ্রার!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

মাহিন্দ্রার নতুন XUV 400 EV জোর টক্কর দেবে Nexon EV কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী ফিচারস থাকবে নতুন গাড়িতে। সাথে XUV 400 এর দাম এবং বৈশিষ্ট্য সম্পর্কে বলার পাশাপাশি Mahindra এর নতুন অফার সম্পর্কেও জানাবো আপনাদের। Mahindra XUV 400 এবার আরো সস্তায়, পুজোর আগে 1.25 লাখের বাম্পার ডিসকাউন্ট মাহিন্দ্রার!

মাহিন্দ্রার নতুন EV একদম সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে Nexon কে। দুটি ভেরিয়েন্ট মোট 10টি ভিন্ন ভিন্ন রঙের সাথে উপলব্ধ। 5 সিটার গাড়িটিতে দুই ধরনের ব্যাটারি প্যাক রয়েছে। একবার ফুল চার্জে XUV 400 ছুটতে পারে 456 কিমি (39.4 kWh ব্যাটারি প্যাকের সাথে)। 50 kW DC ফাস্ট চার্জার 50 মিনিটেই 80% চার্জ সম্পূর্ন করে দেয়।

অতিরিক্ত ফিচারসের মধ্যে রয়েছে 7 ইঞ্চির টাচস্ক্রিন সিস্টে ম, ফোল্ডেবল ORVM, ছয়টি এয়ারব্যাগ, কর্নারিং ব্রেক কন্ট্রোল, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল (ESC)। অটোমেটিক ট্রান্সমিশনের সাথে গাড়িতে একটি সিঙ্গেল-পেন সানরুফ, পুশ-বাটন স্টার্ট-স্টপ, রিয়ার পার্কিং ক্যামেরাও পাবেন আপনি। 15.99 লক্ষ থেকে 19.39 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে XUV 400 গাড়িটি বাজারে সেরা পারফর্মার হতে পারে।
Mahindra XUV 400 এবার আরো সস্তায়, পুজোর আগে 1.25 লাখের বাম্পার ডিসকাউন্ট মাহিন্দ্রার!

Mahindra XUV400 বৈদ্যুতিক গাড়িতে সর্বমোট 1.15 লাখ টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাহিন্দ্রা। এছাড়া Mahindra Marazzo তে 73,000 টাকা ছাড়, XUV300 71,000 টাকা ছাড়, Bolero এবং Bolero Neo তে 50 থেকে 60,000 টাকা ছাড় দিচ্ছে Mahindra।

About Author