TRENDS
Advertisement

ভারতে লঞ্চ হলো বিশ্বের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি! মাত্র 1.7 লাখেই মিলবে বাম্পার মাইলেজ

ধীরে ধীরে বাজারে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জ্বালানি চালিত গাড়ির জায়গায় বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। জ্বালানির দাম আকাশ ছোঁয়া, সেই কারণেও বৈদ্যুতিক গাড়ির বিক্রী বেড়েছে। কিন্তু এক্ষেত্রে মুখ্য সমস্যা…

Published By: Ritwik | Published On:

ধীরে ধীরে বাজারে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জ্বালানি চালিত গাড়ির জায়গায় বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। জ্বালানির দাম আকাশ ছোঁয়া, সেই কারণেও বৈদ্যুতিক গাড়ির বিক্রী বেড়েছে। কিন্তু এক্ষেত্রে মুখ্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বৈদ্যুতিক গাড়িগুলোর দাম। উচ্চ মূল্যের কারণে জ্বালানি চালিত গাড়ির দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে আমজনতা। তবে এবার এই বাজারে এমন একটি গাড়ি এসেছে যা একেবারে কম দামেই উপলব্ধ।ভারতে লঞ্চ হলো বিশ্বের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি! মাত্র 1.7 লাখেই মিলবে বাম্পার মাইলেজ

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

সম্প্রতি ইয়াকুজা কারিশমা ভারতের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি হিসাবে পরিগণিত হচ্ছে। এই গাড়ির দাম রয়েছে 2 লাখ টাকার মধ্যেই। উল্লেখ্য যে, নতুন বৈদ্যুতিক গাড়িটি তৈরি করেছে হরিয়ানার সিরসা ভিত্তিক একটি কোম্পানি। আগামী সময়ে বাজারে এটি একটি গেম-চেঞ্জার গাড়ি বলে প্রমাণিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

ভারতে লঞ্চ হলো বিশ্বের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি! মাত্র 1.7 লাখেই মিলবে বাম্পার মাইলেজ

ইয়াকুজা কারিশমা বৈদ্যুতিক গাড়িতে বসার জন্য তিনটি আসন রয়েছে। থাকছে LED DRL, প্রজেক্টর হেডল্যাম্প, LED ফগ ল্যাম্প, ব্রড গ্রিল, ক্রোম ডোর হ্যান্ডেল, কানেক্টেড এলইডি টেইল ল্যাম্প, পাওয়ার উইন্ডো এবং বোতল হোল্ডারের মতো ফিচারস। কেবিনের মধ্যে থাকছে স্পিকার, ব্লোয়ার, পুশ স্টার্ট/স্টপ বোতাম সহ সানরুফ এবং রিভার্স পার্কিং ক্যামেরা। আর এই সমস্ত ফিচারসের কারণে গাড়িটি একটি দারুণ অপশন হয়ে ওঠে।

ভারতে লঞ্চ হলো বিশ্বের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি! মাত্র 1.7 লাখেই মিলবে বাম্পার মাইলেজ

Yakuza Karishma বৈদ্যুতিক গাড়িতে শক্তি যোগানোর জন্য থাকছে 60v42ah ব্যাটারি। একবার সম্পূর্ন চার্জে সেটি মোট 50-60 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। টাইপ 2 চার্জার ব্যবহার করে মাত্র 6-7 ঘন্টাতেই সেটি ফুলচার্জ হয়ে যায়। এসবের মধ্যে গাড়িটির মূল ফিচারস সেটির দাম। মাত্র 1.70 লক্ষ টাকাতেই Yakuza Karishma আপনার হতে পারে। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এটি বুক করতে পারেন আপনি।

About Author