গাড়ির অন্যান্য পার্টসের মতো চাকাও একটি গুরুত্বপূর্ণ অংশ। এতেও রয়েছে খুঁটিয়ে দেখার মত জিনিস। মনে রাখবেন রাস্তা আর গাড়ির মধ্যে সোজাসুজি সংযোগ স্থাপন করে থাকে এই চাকা। আর এই চাকাতেই লেখা থাকে বেশকিছু সিক্রেট যা অভিজ্ঞ চালকরাও হয়ত খেয়াল করেননা। আজকের প্রতিবেদনে এমনই এক সিক্রেটের কথা জানাবো আপনাদের।
জানেন কি কোন গাড়ি কত স্পিডে চালানো যাবে তা লেখা থাকে এই টায়ারে। চাকার ব্র্যান্ডের পাশাপাশি একটি সংখ্যাও এতে লেখ থাকে। উদাহরণস্বরূপ, 225/50R 17 87V। টায়ারে গায়ে লেখা এই সংকেতের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। চলুন আজ বলি এই সংখ্যাটির অর্থ কী?
উল্লেখ্য, প্রথম ৩ টি সংখ্যা যদি 255 হয় তার মানে টায়ারের প্রস্থ 255 mm, এরপরের দুটি সংখ্যা দিয়ে বোঝা যায় টায়ার কতটা পুরু। উপরের উদাহরণে দেওয়া আছে 50, অর্থাৎ চাকাটি 255 এর 50 শতাংশ পুরু। এরপরের ইংরেজি বর্ণটি টায়ারের নির্মাণকে স্পষ্ট করে। এখানে R আছে অর্থাৎ, টায়ারটি রেডিয়াল প্লাই দিয়ে তৈরি। এরপরের দুটি অক্ষর দ্বারা বোঝা যায় টায়ারের রিম সাইজ।
এরপরের দুটি সংখ্যা দিয়ে বোঝানো হয় গাড়িটি কতটা লোড নিতে সক্ষম। শেষে আরও যে একটি ইংরেজি বর্ণ লেখা থাকে সেটি থেকে গাড়ির স্পিড লিমিট বোঝা যায়। এতে যদি V লেখা থাকে তাহলে টায়ারটি সর্বোচ্চ 240kmph গতিবেগ তুলতে সক্ষম। যদি Y লেখা থাকে তাহলে সেই টায়ারের গতিবেগ সর্বোচ্চ 300 কিলোমিটার প্রতি ঘণ্টা। চলুন দেখে নিন কোন বর্ণ দ্বারা কত স্পিড বোঝানো হয়।
F- 80 kmph
G- 90 kmph
J- 100 kmph
K- 110 kmph
L- 120 kmph
M- 130 kmph
N- 140 kmph
P- 150 kmph
Q- 160 kmph
R- 170 kmph
S- 180 kmph
T- 190 kmph
U- 200 kmph
H- 210 kmph
V- 240 kmph
W- 270 kmph
Y- 300 kmph
(Y)- 300+ kmph