TRENDS
Advertisement

Fortuner নয়, এবার টক্কর চলবে Land Rover এর সাথে, প্রকাশ্যে Hyundai এর নতুন গাড়ির ঝলক

SUV নিয়ে কথা উঠলেই যে নামটি সবার আগে মাথায় আসবে তা হল টয়োটো ফরচুনার। গাড়িটির লুকস থেকে শুরু করে পারফরম্যান্স সবকিছুই দূর্দান্ত। আর সেই কারণে খুব সহজেই ভারতের বাজার দখল…

Published By: Ritwik | Published On:

SUV নিয়ে কথা উঠলেই যে নামটি সবার আগে মাথায় আসবে তা হল টয়োটো ফরচুনার। গাড়িটির লুকস থেকে শুরু করে পারফরম্যান্স সবকিছুই দূর্দান্ত। আর সেই কারণে খুব সহজেই ভারতের বাজার দখল করেছে গাড়িটি। সেলিব্রেটি হোক কী রাজনীতিবিদ, প্রায় সকলের গ্যারাজেরই শোভাবর্ধন করে এই গাড়ি। এমনটা মোটেও নয় যে দেশে আর SUV নেই। তবে এই গাড়িটি তার পারফরমেন্সের ভিত্তিতে দেশের প্রতিটি গাড়িকে পিছনে ফেলেছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

তবে এবার এক বড় পরিবর্তনের সম্মুখীন হতে চলেছে ভারত। কারণ এবার কোরিয়ান অটোমোবাইল কোম্পানি হুন্ডাই এই সেগমেন্টে ফরচুনারের থেকে এক ধাপ এগিয়ে ভাবছে। সম্পূর্ণ নতুন স্টাইলে কোম্পানি তাদের একটি পুরনো SUV আনতে চলেছে। আর এবার এটি কেবল ফরচুনারের সাথেই প্রতিযোগিতা করবেনা, বরং টক্কর দেবে ল্যান্ড রোভারের মত প্রিমিয়াম গাড়িদের।

আসলে হুন্ডাই নতুন প্রজন্মের Santa Fe কে লঞ্চ করতে চলেছে। জানা যাচ্ছে ল্যান্ড রোভার ডিফেন্ডারের মতোই ডিজাইন হতে চলেছে এই গাড়িটির। চলতি বছরের আগস্টেই গ্লোবালি আনবিল করা হবে এই গাড়িটিকে। সূত্রের খবর, এ বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে লঞ্চ হবে গাড়িটি। আগমী বছর অর্থাৎ ২০২৪ সালে ভারতীয় বাজারে নক করবে এই গাড়িটি। আসুন জেনে নেওয়া যাক হুন্ডাই সান্তা ফে-তে বিশেষ কী থাকবে।

সেরা প্রযুক্তির ইঞ্জিন : হুন্ডাই হাইব্রিড এবং প্লাগ ইন হাইব্রিড ইঞ্জিন নিয়ে গাড়িটি বাজারে আনতে পারে। গাড়িতে 2.5 লিটারের একটি শক্তিশালী পেট্রোল ইঞ্জিন দেওয়া হবে। এটি একটি টুইন টার্বো ইঞ্জিন। হাইব্রিড হওয়ায় কারণে গাড়িটির পাওয়ার এবং মাইলেজ দুটোই বেশি হবে। আগস্টের শেষদিকে আরো বিশদে খবর পাওয়া যাবে বলে ধারণা।

ডিজাইনটি হবে বক্সী : কোম্পানি এটিকে বক্সী ডিজাইন দিয়েছে যা এখন পর্যন্ত আসা মডেল থেকে সম্পূর্ণ আলাদা। গাড়িতে H আকৃতিতে LED এবং DRL সেটআপ দেওয়া হয়েছে। এছাড়াও, গাড়ির হুইলবেসও বেশ বৃদ্ধি করা হয়েছে। বাম্পারে দেখা যাবে এয়ারড্যাম। টেল ল্যাম্পটিও এইচ আকৃতিতে ডিজাইন করা হয়েছে। এর সাথেই থাকবে বাল্কি বডি ক্ল্যাডিং এবং মাল্টি স্পোক অ্যালয় হুইল।

Fortuner নয়, এবার টক্কর চলবে Land Rover এর সাথে, প্রকাশ্যে Hyundai এর নতুন গাড়ির ঝলক

গাড়ির অভ্যন্তরীন ডিজাইনেও কোন কার্পণ্য করেনি কোম্পানিটি। হালকা বেইজ রঙের দেওয়া হয়েছে মানানসই ইন্টেরিয়র। সাথে পেয়ে যাবেন ফোল্ডেবল ডিসপ্লে, বড় ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। যদিও এর স্পেসিফিকেশন এখনও জানানো হয়নি। গাড়িতে তিনটি সারি সিটিং অপশন থাকবে, যা এটিকে ৬ এবং ৭ সিটার গাড়িতে রূপান্তরিত করবে।

About Author